নিউজ ডেস্কঃ
স্বামীকে বিয়ে করার অনুমতি না দেয়ায় প্রাণ দিতে হলো স্ত্রী শিল্পী বেগমকে,সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় দ্বিতীয় বার বিয়ে করার অনুমতি চেয়েছে, স্ত্রীর কাছে,কিন্তু অনুমতি না দেয়ায় স্বামী তার স্ত্রী শিল্পী বেগমকে দা দিয়ে কুপিয়ে হত্যা করেছেন। এ ঘটনার পর থেকে স্বামী এনাম উদ্দিন (৪৫) পলাতক রয়েছেন। আজ সোমবার (১১ মে) দুপুর দেড়টার দিকে উপজেলার বাঘা ইউনিয়নের উত্তর বাঘা মাঝের মহল্লা গ্রামে এ ঘটনাটি ঘটেছে। ঘটনার পর এনাম উদ্দিন পালিয়ে যায়। নিহত শিল্পী বেগম উপজেলার দক্ষিণ বাঘা গ্রামের ইদ্রিস আলীর মেয়ে ও ৩ সন্তানের জননী।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানা যায়, কয়েকদিন ধরে এনাম উদ্দিন দ্বিতীয় বিয়ে করার অনুমতি দিতে স্ত্রী শিল্পী বেগমকে চাপ প্রয়োগ করছিলেন।
আজ সোমবার দুপুরে এ নিয়ে এনাম উদ্দিন স্ত্রীর সঙ্গে বাগবিতণ্ডায় জড়ান। একপর্যায়ে এনাম উদ্দিন স্ত্রীর গলায় দা দিয়ে কোপ দিলে ঘটনাস্থলেই নিহত হশ। তাৎক্ষণিক খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যান পুলিশ। গোলাপগঞ্জ মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্ত্রীকে কুপিয়ে হত্যার পর এনাম উদ্দিন পালিয়ে গেছেন। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে। এ ঘটনায় মামলা হবে।