নিউজ ডেস্কঃ
বিশ্বব্যাপী মহামারী প্রাণঘাতী করোনাভাইরাস ক্রমেই দেশব্যাপী ভয়ানক আকারে বিস্তার ছড়াচ্ছে। দেশের অন্যান্য শ্রেণি-পেশার মানুষের পাশাপাশি এ করোনাভাইরাসে জাতীয় সংসদে ভবনের নিরাপত্তায় নিয়োজিত কর্মরত ৫৮ জন আনসার সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। প্রাথমিকভাবে জাতীয় সংসদ ভবনের নিরাপত্তায় কর্মরত ৩ জন পুলিশ সদস্য ও ১ জন আনসার সদস্য এর করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। এদের মাধ্যমেই এসব আনসার সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানা যায়। তাদের রাজধানীর শেরে-ই-বাংলা নগরের জাতীয় সংসদ ভবনের বটতলায় পুলিশের জন্য তৈরি করা ছাউনিতে থাকতেন। সংসদের গেটে দায়িত্ব পালন করতেন তারা সবাই।
সেখানে আসা-যাওয়া করা ভিআইপিদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে এবার। আজ মঙ্গলবার (১২ মে) বিকেলে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপ-পরিচালক (যোগাযোগ) মেহেনাজ তাবাসসুম রেবিন এসব তথ্য নিশ্চিত করেছেন। জানা গেছে, ১ মে সংসদের ৪ জন পুলিশ ও ১ জন আনসারের শরীরে করোনাভাইরাস শনাক্ত করা হয়েছিল। এই ৩ জন পুলিশ সদস্য হলেন- আরিফ, বাদল ও মোহাম্মদ খালেক। আর আনসার সদস্য হলেন- মোহাম্মদ মাসুদ। এদের সংস্পর্শে আসা সবাইকে সংসদে অবস্থিত এমপিদের বিভিন্ন অফিসে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছিল। তবুও ছড়িয়ে পড়ে করোনা ভাইরাস।এ বিষয়ে ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া সাংবাদিকদের জানান,
‘এই খবর শোনার পর আমরাও আতঙ্কে রয়েছি। করোনায় আক্রান্তদের মধ্যে নিজ বাসায় কোয়ারেন্টাইনে রয়েছেন ১ জন। প্রাতিষ্ঠানিক ও বিভিন্ন আবাসিক হোটেলে কোয়ারেন্টাইনে আছেন কেউ কেউ। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতাল, মুগদা জেনারেল হাসপাতাল, সাজেদা মেডিকেল ও রাজারবাগ পুলিশ হাসপাতালসহ দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন অনেকে।’জাতীয় সংসদের ১ হুইপের ড্রাইভার জানান,
‘সংসদে দায়িত্বপালন করা এসব ব্যক্তির শরীরে করোনাভাইরাস ধরা পড়ায় ভিআইপিদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। একসঙ্গে এতোগুলো করোনা ভাইরাসে আক্রান্ত দেখে সেখানে বসবাস করা স্পিকার ও ডেপুটি স্পিকাররা ভয়ে রয়েছেন।’ জানা গেছে, এই করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ঊর্ধ্বতন ১ কর্মকর্তাসহ ১৬১ জন। এতে মৃত্যুবরণ করেছে আব্দুল মজিদ নামে এক আনসার সদস্য। হোম ও প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে আছেন ৪৩৫ জন।
এ বিষয়ে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপ-পরিচালক (যোগাযোগ) মেহেনাজ তাবাসসুম রেবিন বলেন,করোনায় আক্রান্তদের মধ্যে আছেন বাহিনীর ১ জন উপ-মহাপরিচালক, ৬৪ জন ব্যাটালিয়ন আনসার, ৯৪ জন অঙ্গীভূত আনসার, ১ জন ও মহিলা আনসার ও ১ জন নার্সিং সহকারী। উল্লেখ্য, দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আরো ১১ জনের মৃত্যু হয়। এ নিয়ে ভাইরাসটিতে দেশে মোট ২৫০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনা ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে দেশে আরো ৯৬৯ জন। সবমোট করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬ হাজার ৬৬০ জনে।