করোনা ভাইরাসের সংক্রমণ থেকে নিজেকে সুরক্ষার জন্য মৌলভীবাজারের কমলগঞ্জের ইউপি চেয়ারম্যান ও উপজেলার সরকারী কর্মকর্তাদের মাঝে কমলগঞ্জ-শ্রীমঙ্গল নির্বাচনী আসন থেকে ৬ বারের নির্বাচিত এমপি উপাধ্যক্ষ ড. মোঃ আব্দুস শহীদ’র নিজস্ব অর্থায়নে পার্সোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট (পিপিই) প্রদান করা হয়েছে।বুধবার (১৩ মে) দুপুরে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস কক্ষে এসব ব্যক্তিগত সুরক্ষা পোশাক (পিপিই) এমপি’র ছোট ভাই বিঅারডিবির চেয়ারম্যান ইমতিয়াজ আহমেদ বুলবুল উপস্থিতিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশেকুল হক বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যাপক রফিকুর রহমান, কমলগঞ্জ পৌরসভার মেয়র জুয়েল আহমেদ, মহিলা ভাইস-চেয়ারম্যান বিলকিস বেগম, ৫নং সদর ইউপি চেয়ারম্যান মো. আব্দুল হান্নান, ৬নং আলীনগর ইউপি চেয়ারম্যান ফজলুল হক বাদশা, ৮নং মাধবপুর ইউপি চেয়ারম্যান, ৯নং ইসলামপুর ইউপি আব্দুল হান্নান, কমলগঞ্জ উপজেলা সাংবাদিক ফোরামের সভাপতি এম এ ওয়াহিদ রুলু, সাধারণ সম্পাদক শাহিন আহমেদ, কমলগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান প্রমুখ।