মোঃ লিমন মিয়া সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধিঃ
জামালপুরের সরিষাবাড়ী পৌরসভার অর্নাস কলেজ খেলার মাঠে নবনির্মিত ভাস্কর্য ভাংচুরের ঘটনা ঘটেছে। গত ১৪/০৫/২০২০ বৃহষ্পতিবার উপজেলার পৌর এলাকার সরিষাবাড়ি (অনার্স কলেজ) মাঠে গভীর রাতে এ ঘটান ঘটে। এ ঘটনায় খেলার মাঠের পাহারাদার ফরিদুল ইসলাম নামে এক জনকে জিজ্ঞাসা বাদের জন্য আটক করেছে পুলিশ।সরিষাবাড়ি (অনার্স কলেজ) মাঠে এডিপির নবনির্মিত ছিল ফুটবল খেলোয়ার, ক্রিকেট খেলোয়ারের ভাস্কার্যসহ আরো অন্যান্য ভাস্কর্য ।
ভাস্কর্যগুলো ভেঙ্গে রাজনৈতিকভাবে নিজের ফায়দা হাসিল করার জন্যই পৌর মেয়র রুকুনুজ্জামান রোকন এসব করেছেন বলে জানান পৌর এলাকাবাসী। পরে সরজমিনে গিয়ে দেখা যায়, মুক্তমঞ্চের সামনে দুইপাশে নির্মিত ভাস্কর্যগুলো ভেংঙ্গে চুরমার করেছে। এ নিয়ে এলাকাতে ব্যাপক সমালোচনার ঝড় বইছে।স্থানীয় লোকজন এই ভাংচুর দেখার জন্য কলেজ মাঠে ভিড়র করছে। এসময় নানা নাটকীয় ঘটনার মধ্যেই রাতের অন্ধকারে প্রতিহিংসায় সরকারি টাকায় নির্মিতব্য ভাস্কর্য ভাঙচুর করে রাজনৈতিকভাবে অন্যকে হয়রানী করার জন্য এসব করেছেন বলে মন্তব্য করেন এলাকাবাসী ।
এ ব্যাপরে পৌর মেয়র রুকুনুজ্জামান রোকনের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে সে ফোন রিসিভ করেনি।এ ঘটনায় সরিষাবাড়ির থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু মো. ফজলুল করীম বলেন, পুলিশ ঘটনাস্থল গিয়ে পরিদর্শন করেছে। জিজ্ঞাসাবাদের জন্য মাঠের পাহারাদার ফরিদুল ইসলামকে আটক করা হয়েছে।’ আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করার মাধ্যমে দোষীদের শীঘ্রই আটক করা হবে।