
নিউজ ডেস্কঃ
রংপুরে প্রাণঘাতী মহামারী করোনা ভাইরাসের রোগী ২১২ জন এ পর্যন্ত এবার পুলিশসহ আরো ১৯ জন নতুন করোনায় আক্রান্ত হয়েছে, রংপুর মেডিকেল কলেজের (রমেক) পিসিআর ল্যাবে গত ২৪ ঘণ্টায় ১৮৮টি নমুনা পরীক্ষা করে ৭ জন পুলিশ সদস্যসহ নতুন করে আরো ১৯ জনের করোনাভাইরাসে শনাক্ত করা হয়েছে। এর মধ্যে রংপুরে ১১ এবং কুড়িগ্রামে ৮ জন রয়েছেন। এ নিয়ে রংপুর জেলায় মোট করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২১২ জনে।আজ শনিবার (১৬ মে) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন রংপুর মেডিকেল কলেজের (রমেক) অধ্যক্ষ অধ্যাপক ডা. একেএম নুরুন্নবী লাইজু।তিনি জানান, রমেকের অনুজীব বিজ্ঞান বিভাগের পিসিআর ল্যাবে ১৮৮টি নমুনার পরীক্ষা সম্পন্ন হয়েছে।
এতে রংপুর ও কুড়িগ্রাম জেলার ১৯ জনের নমুনায় করোনা ভাইরাসে শনাক্তের পজেটিভ ফল এসেছে। আক্রাতরা হলেন- রংপুর জেলা পুলিশ লাইনসের ৫ পুলিশ সদস্য, ধাপ পুলিশ ফাঁড়ির ২ জন পুলিশ সদস্য, নগরীর খটখটিয়া এলাকার ২ জন, কুকরুল ও বাস টার্মিনাল এলাকার ১ জন করে।এছাড়া কুড়িগ্রামের সদর উপজেলার কাঁঠালবাড়িতে ৪ জন, কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের ১ জন নার্স ও ১ জন কর্মচারী এবং ফুলবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১ চিকিৎসক ও ১ কর্মচারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।