মোসলেম উদ্দিন(ইমন)
ঈদকে সামনে রেখে নগরীতে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান খোলা হচ্ছে, সরকারের নির্দেশনা অনুযায়ী বড় বড় প্রতিষ্ঠান বা শপিংমলে জীবাণুনাশক টানেলের ব্যবস্থার কথা বলা হয়েছে। কিন্তু নগরীতে কোথাও তার বাস্তব চিত্র দেখা যায়নি তার সাথে পাল্লা দিয়ে নগরের বিভিন্ন জায়গায় ফুটপাত দখল করে হকারদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো, হকারের কাছ থেকে পণ্য কেনার জন্য মানা হচ্ছে না শারীরিক দূরত্ব ফলে এতে ছড়িয়ে পড়তে পারে প্রাণঘাতী করোনাভাইরাস।
চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট এলাকায় সরেজমিনে গিয়ে দেখা যায়, মানুষ ভিড় করে নিজেদের প্রয়োজনীয় পণ্য কিনছে ফলে তাদের কাছে করোনাভাইরাস প্রতিরোধের কোন ব্যবস্থা নেই। বাংলাদেশে প্রাণঘাতী করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর ঢাকা এবং নারায়ণগঞ্জে তা ব্যাপক সড়াই এরপর আশঙ্কা করা হচ্ছে চট্টগ্রাম নগরীতে এর চেয়ে ভয়াবহ হবে করোনাভাইরাসের প্রাদুর্ভাব, ফলে চট্টগ্রামের মানুষ সচেতন না হলে এর চরম মূল্য দিতে হবে চট্টগ্রামবাসীকে।