কাপ্তাই প্রতিনিধিঃ
রাঙ্গামাটি কাপ্তাই নতুন বাজারে মরা গরু ও পচাঁ মাংস বিক্রয়ের দায়ে ১০ হাজার টাকা জরিমানা আদায় করেছে উপজেলা নির্বাহী ম্যাজিট্রেট। কাপ্তাই নতুন বাজার কসাই আব্দুল মান্নান(৫০) নামে আজ (১৭ মে) রবিবার সকাল আট টায় একটি পচাঁ দূর্গন্ধ মরা গরু জবাই করে চট্টগ্রাম পাহাড়তলী হতে কাপ্তাই নতুন বাজার নিয়ে আসা বড় ভাই নিকট বিক্রি করার জন্য। বড় ভাই কসাই মান্নান উক্ত মাংস ফ্রিজে রেখে দেয় বিক্রির করা জন্য।
মাংস হতে অতিমাত্রায় দূর্গন্ধ বাহির হয়ে বাজারে পরিবেশ দূষিত ও মশা,মাছি ভেন ভেন করে দুর্গন্ধ নতুন বাজার এলাকায় ছড়িয়ে পরেছে। ফলে নতুন বাজার কমিটি কাপ্তাই উপজেলা প্রশাসন,থানা পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীকে খবর দেয়।খবর পেয়ে কাপ্তাই পুলিশ ফাঁড়ির ইনচার্জ আতাউল হক চৌধুরী উক্ত কসাই আব্দুল মান্নানকে বাসা হতে আটক করে,কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহম্মেদ রাসেল এর নিকট নেওয়া হলে ভোক্তা অধিকার আইন (৫২) ধারায় পঁচা মাংস বিক্রি করার অপরাধের উক্ত কসাইকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।উল্লেখ্য এলাকার লোকজন কসাই মান্নান এর বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে ধরা হয়।
এ সময় তিনি বলেন এ ধরণের মরা গরু বহুবার ভাল বলে বিক্রি করেছে এবং কুকুর কামড়ে দূর্ঘটনা জনিত মারা যাওয়া গরু গ্রাহকদের নিকট বিক্রয় করার অভিযোগও করেন তিনি।এ ব্যাপারে জানতে চাইলে কাপ্তাই নতুন বাজার বণিক সমিটির সভাপতি মোঃজয়নাল আবেদীনও সম্পাদক একরামুল হক বলেন,কসাই আব্দুল মান্নান যে কাজটি করেছে তা সম্পূর্ণ অন্যায়। এই সময় তারা আরো বলেন, আমরা বাজার কমিটির জরুরী বৈঠক করে তার বিরুদ্ধে বাজার আইনি ব্যাবস্থা নিব।