নিউজ ডেস্কঃ
বৈশ্বিক মহামারি প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণ থেকে দেশের ধর্মপ্রাণ মুসলমান ও মুসল্লিদের রক্ষায় ঈদের আগে সরকারি খরচে দেশের প্রত্যেক জেলা ও উপজেলার কেন্দ্রীয় জামে মসজিদগুলোর প্রবেশমুখে সুরক্ষা গেট স্থাপন করতে সংশ্লিষ্টদের নাটিশ পাঠানো হয়েছে।নোটিশে ধর্ম মন্ত্রণালয়ের সচিব ও ইসলামি ফাউন্ডেশনের মহাপরিচালককে (ডিজি) বিবাদী করা হয়েছে।আজ মঙ্গলবার (১৯ মে) জনস্বার্থে ই-মেইলে নোটিশটি পাঠান ন্যাশনাল ল’ইয়ার্স কাউন্সিলের (এনএলসি) চেয়ারম্যান ও সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট এস এম জুলফিকার আলী জুনু। এসময় নোটিশে বলা হয়েছে, মুসলিম সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশের মুসলমানরা ৫ ওয়াক্ত নামাজ আদায়ের জন্য মসজিদে যান।
কিন্তু সরকারের নির্দেশনার পরিপ্রেক্ষিতে করোনা ভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে মানুষ সামাজিক দূরত্ব বজায় রেখে মসজিদে নামাজ আদায় করে যাচ্ছেন। তবে যেকোনো মুহূর্তে মসজিদে আগত মুসল্লিরা করোনা ভাইরাসের সংক্রমণে আক্রান্ত হয়ে জীবন হারানোর ঝুঁকিতে রয়েছেন। তাই দেশের সব মসজিদের দরজায় সুরক্ষা গেট স্থাপনের প্রয়োজনীয়তা রয়েছে বলে জানান। যাতে করে মসজিদে আগত ধর্মপ্রাণ মুসলমানরা জীবাণুমুক্ত হয়ে মসজিদে প্রবেশ করে নামাজ আদায় করতে পারেন। এবং সেটি ঈদের নামাজের আগে দেশের সব মসজিদে প্রবেশ পথে সুরক্ষা গেট স্থাপন করতে হবে না হয় মুসলমানরা সবচেয়ে ঝুঁকিতে রয়েছে বলে জানান তিনি।