মোঃ বাকি বিল্লাহ চৌধুরী ঃ
মহামারী করোনা ভাইরাসের কারণে ঘরবন্দি অসহায় হতদরিদ্র মানুষদের মাঝে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করেন চট্টগ্রামের আনোয়ারা উপজেলা ছাত্রদল। চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য লায়ন মোহাম্মদ হেলাল উদ্দিন প্রতিদিন দলীয় নেতাকর্মীদের মাধ্যমে উপজেলার বিভিন্ন ইউনিয়নের হতদরিদ্র কর্মহীন মানুষদের কাছে পৌঁছে দিচ্ছেন নিত্যপ্রয়োজনীয় উপহার সামগ্রী। আজ ১৯শে মে মঙ্গলবার ১১ নং জুইদন্ডী চৌমুহনীতে আনোয়ারা উপজেলা ছাত্রদলের মাধ্যমে রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করা হয়।
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে হতদরিদ্র,কর্মহীন ও কারা নির্যাতনের শিকার দলীয় নেতাকর্মী, ছাত্রদল, যুবদল এবং বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করে আসছেন। চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য লায়ন মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, করোনা ভাইরাস কারনে মানুষ কষ্টে দিন পার করছেন।
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমার নিজ উদ্যোগে সামর্থ অনুযায়ী এলাকার দিনমজুর,কর্মহীন ও মধ্যবিত্ত মানুষসহ কারা নির্যাতনের শিকার দলীয় নেতাকর্মী, ছাত্রদল, যুবদল এবং বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের এসব খাদ্য সামগ্রী স্বাস্থ্যবিধি অনুসরণ করে সকলের হাতে উপহার সামগ্রী তুলে দেওয়া হচ্ছে দলীয় নেতাকর্মীদের মাধ্যমে। ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ কালে উপস্থিত ছিলেন, ১১ নং জুইদন্ডী ইউনিয়ন বিএনপি নেতা কনক চৌধুরী,মোহাম্মদ নুরুল ইসলাম, ইসহাক সওদাগর,ও যুবদল নেতা মোহাম্মদ আজিজুল হক।
আনোয়ারা উপজেলা ছাত্রদল নেতা মোহাম্মদ সাইফু উদ্দিন দস্তগীর, মোহাম্মদ মোরশেদ, রিপন,আনোয়ারা সরকারী কলেজ ছাত্রদল নেতা মোহাম্মদ শফিউল আলম,বটতলী শাহ মোহছেন আউলিয়া ডিগ্রি কলেজ ছাত্রদল নেতা মোঃ ছোটন চৌধুরী,৬ নং বারাখাইন ইউনিয়ন ছাত্রদল নেতা মোহাম্মদ তারেক,২ নং বারাশত ইউনিয়ন ছাত্রদল নেতা মোহাম্মদ মোকারম,১১ নং জুইদন্ডী ইউনিয়ন ছাত্রদল নেতা,মোহাম্মদ মামুনুর রশীদ,মোহাম্মদ লোকমান,মোহাম্মদ রুকন,ফারুক,মানিক,ও বটতলী শাহ মোহছেন আউলিয়া ডিগ্রি কলেজ ছাত্রদল নেতা মোহাম্মদ সোহেল,সাইমুন,ইমরাণ,মালেক সহ প্রমুখ।