
নিউজ ডেস্কঃ
এবার করোনা ভাইরাসে আক্রান্ত হলেন চট্টগ্রাম রাউজান উপজেলা চেয়ারম্যান এহসানুল হায়দার চৌধুরী বাবুল।আজ মঙ্গলবার (১৯ মে) চট্টগ্রামের ফৌজদারহাটে অবস্থিত বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) প্রকাশিত রেজাল্ট থেকে এসব তথ্য জানা যায়। চট্টগ্রাম জেলা সিভিল সার্জন সার্জন ডা. সেখ ফজলে রাব্বী বিষয়টি নিশ্চিত করেছেন গণমাধ্যমে। রাউজান উপজেলা চেয়ারম্যান এহসানুল হায়দার চৌধুরী বাবুল বলেন, শেষ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্তদের তালিকায় আমার নামও চলে আসলো। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন।
চট্টগ্রাম জেলার সিভিল সার্জন ফজলে রাব্বী জানান, রাউজান উপজেলা চেয়ারম্যান এহসানুল হায়দায় চৌধুরী বাবুলের করোনা ভাইরাসের উপসর্গ দেখা দেয় গত ১৭ মে রবিবার। ১৮ মে সোমবার তাঁর নমুনা সংগ্রহ করার পর ১৯ মে করোনা ভাইরাস পজিটিভ পাওয়া যায় তার। নিয়ম অনুযায়ী উপসর্গ দেখা দেয়ার ২ দিন আগে ১৫ মে পর্যন্ত তাঁর সংস্পর্শ কেউ আসলে তা নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। এতে কেউ সংক্রমিত হওয়ারও আশঙ্কা নেই বলে জানিয়েছেন সিভিল সার্জন ফজলে রাব্বী।