মাদারীপুর প্রতিনিধিঃ
মাদারীপুরে বইছে প্রবল বাতাস হচ্ছে মৃদু বৃষ্টি। ঘূর্ণিঝড় আম্ফান মোকাবেলায় প্রস্তুত জেলা প্রশাসন। জেলা প্রশাসন সূত্রে জানা যায়,ঘূর্ণিঝড় আম্ফান মোকাবেলায় প্রস্তুত রাখা হয়েছে ৯২টি আশ্রয় কেন্দ্র। আশ্রয়কেন্দ্রগুলোতে দেওয়া হয়েছে বিশেষ বরাদ্দকৃত চাল ও নগদ টাকা। যা দিয়ে আশ্রয় নেয়া মানুষের খাবার ব্যবস্থা করা হবে। ঘূর্ণিঝড় আম্ফান মোকাবেলায় মাদারীপুরের ০৪টি উপজেলার ৯২ টি আশ্রয় কেন্দ্রে সর্বশেষ ১০হাজার মানুষ আশ্রয় নিয়েছে। এদিকে ঘূর্ণিঝড় আম্ফানের প্রভাবে কাঠালবাড়ি -শিমুলিয়া নৌরুটে ফেরিসহ নৌযান চলাচল সম্পূর্ণ বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। এ রিপোর্ট লেখা পর্যন্ত জেলার কোথাও হতাহতের সংবাদ পাওয়া যায়নি।