
মোঃ তাজুল ইসলাম মিয়াজীঃ
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার মহামারি করোনা ভাইরাস সংক্রমণে, ঈদকে সামনে রেখে পূণরায় লকডাউন দেওয়া, অসহায় হত-দরিদ্র মানুষ গুলো কাজকর্মেহিন কষ্টে দিন কাটাচ্ছে এবং তাদের পাশে এসে দাঁড়ায় প্রবাসীরা।এত রায়কোট উত্তর ইউনিয়নের ছুপুয়া প্রবাসীদের উদ্যোগে, করোনাভাইরাস মোকাবিলা ১৩৫ অসহায় দরিদ্র দুস্থদের মাঝে ১৫০,০০০ টাকার সমপরিমাণ ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। এতে আত্মমানবতার সেবায় এগিয়ে আসেন অত্র গ্রামের আমির হোসেন (মিরু), অহিদুর রহমান (সুমন), প্রবাসী ইউছুপ মামুন, এনামুল হক, উছমান গনি, আব্দুল হক, ইউছুপ, আমিরুল ইসলাম, মাস্টার নুরুল আলম, মাইন উদ্দিন, মোঃ সোহেল রানা প্রমুখ।
উপহার সামগ্রী বিতরণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবুল কালাম আজাদ (সাবেক মেম্বার), একরামুল হক (সাবেক মেম্বার), মাওঃ লোকমান আলী, ছিদ্দিকুর রহমান, মাষ্টার বাবুল ও মাষ্টার শাহআলম, আহসান উল্লাহ প্রমূখ। এতে অজানা বাংলাদেশ কে জানান নাঙ্গলকোট উপজেলা পূণরায় লকডাউন করায়,হত-দরিদ্র মানুষ গুলো কর্মহিন হয়ে পড়েছে, তাদের মুখে হাসি ফুটাতে ও অসহায় মানুষদের পাশে দাড়াতে ছুপুয়া প্রবাসীরা এই উদ্যোগ নেই,এবং স্বেচ্ছাসেবী হিসেবে উপস্থিত ছিলেন সায়েম,মহিন,মাঈন উদ্দিন,মাসুদ, বশির রুবেল প্রমুখ।