
মাদারীপুর প্রতিনিধিঃ
বর্তমানে মাদারীপুর জেলার করোনা ভাইরাস পরিস্থিতিতে রাজৈর উপজেলায় ঈদ সামগ্রী বিতরণ করলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক নৌ পরিবহন মন্ত্রী জনাব শাজাহান খাঁন। বাংলাদেশ সরকারের নেতৃত্বে জনাব শাজাহান খাঁন এমপি (সাবেক নৌ পরিবহন মন্ত্রী) আজ ২২ মে শুক্রবার রাজৈর উপজেলায় গরীব, দুঃখী মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করলেন।এসময় উপস্থিত ছিলেন রাজৈর উপজেলার নির্বাহী কর্মকর্তা সোহানা নাসরিন, রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত জামান,মেয়র শামীম নেওয়াজ মুন্সি।
এছাড়া উপস্থিত ছিলেন রাজৈর উপজেলা আওয়ামী লীগের অন্যান্য সদস্যরা। জনাব শাজাহান খাঁন এমপি বলেন,বাংলাদেশ সরকারের প্রধান মন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের সকল স্থানে গরীব মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন,রাজৈর উপজেলার মানুষের স্বাস্থ্য সচেতনতায় সব সময় প্রস্তুত। করোনা ভাইরাস মোকাবিলায় সাধারন মানুষের সচেতনতা খুবই জরুরী।নিজে সচেতন হোন এবং অন্যকে সচেতন করুন ঘরে থাকুন, সুস্থ থাকুন।