
মোঃ তাজুল ইসলাম মিয়াজীঃ
কুমিল্লা নাঙ্গলকোট ২০ মাস বয়সী নাদিয়া সুলতানা নামের এক শিশুসহ ও তার পরিবার করোনাভাইরাসে আক্রান্ত।সে উপজেলার দৌলখাঁড় ইউপির বাতাবাড়িয়ান গ্রামের পল্লী চিকিৎসক ফারুক (৪০)-এর মেয়ে, ওই পল্লী চিকিৎসক ও তার স্ত্রী মর্জিনা বেগম (২৫), বড় বোন ফারিয়া আক্তার (৭) করোনা আক্রান্ত হয়েছেন।এ নিয়ে কুমিল্লার নাঙ্গলকোটে গত ২৪ ঘণ্টায় ৮ জন করোনা আক্রান্ত হয়েছেন। আক্রান্তের মধ্যে বাকি চারজন হলেন বটতলী ইউপির কাশীপুর গ্রামের জোহরা বেগম (৫০), তার মেয়ে জেরিন (১৭), ছোট মেয়ে তানজিনা (৮) ও মৌকরা ইউপির খাঁটাচৌ গ্রামে বেলালের ছেলে শরিফ (২৪)।বিষয়টি নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্যবিষয়ক কর্মকর্তা ডাক্তার দেব দাস দেব নিশ্চিত করেন।
তিনি জানান, গত সোমবার স্থানীয় লোকজনের মাধ্যমে জানতে পেরে উপজেলা র্যাপিড রেসপন্স টিম তার নমুনা সংগ্রহ করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে প্রেরণ করে তাদের রিপোর্ট পজেটিভ আসে। অপরদিকে, এ পর্যন্ত ৩শ জনের নমুনা সংগ্রহ করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ। যার মধ্যে ২শ ৭০ জনের রিপোর্ট আসে। এ নিয়ে পুরো উপজেলায় ১০ দিনে ২৪ জনের করোনা শনাক্ত হয়।এ বিষয়ে নাঙ্গলকোট থানার অফিসার ইনচার্জ বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, খবর পেয়ে উপজেলা প্রশাসনের মাধ্যে ওই এলাকার করোনা আক্রান্তদের বাড়ি লকডাউন করা হয়। পাশাপাশি তাৎক্ষণিক পুলিশ পাঠিয়ে তাদেরকে নজরদারিতে রাখা হয়েছে।