আন্তর্জাতিক ডেস্কঃ
ভারতের উত্তর প্রদেশের ২০ বছর বয়সী এক তরুণী দীর্ঘ ৮০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে বরের বাড়িতে এসে হাজির, প্রায় ৮০ কিলোমিটার পথ একা একা হেঁটে এসে বিয়ের পিঁড়িতে বসলেন কনে। ভারতের উত্তর প্রদেশের এক কনের বয়স তার ২০ বছর। দীর্ঘ পথ পাড়ি দিয়ে বরের বাড়িতে উপস্থিত হয়েছেন তিনি।তাদের বিয়ে হওয়ার কথা ছিল গত ৪ মে। কিন্তু বিশ্বব্যাপী মহামারী প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে দেশজুড়ে লকডাউনে সবকিছু ভেস্তে গেছে। তারিখ অনুযায়ী বিয়ে হয়নি।গত মার্চ থেকেই ভারতে যান চলাচল বন্ধ। তবে থেমে ছিল না মোবাইল ফোনে যোগাযোগ। ফোনেই একে অন্যের সঙ্গে যোগাযোগ রেখে গেছেন গলদী এবং তার হবু বর ভেরেন্দ্র কুমার (২৩)।
বিয়ে পিছিয়ে যাওয়ায় তাদের ২ জনেই মনমরা হয়েছিলেন। অবশেষে গত বুধবার সাহসী পদক্ষেপ নিলেন গলদী।ভারতের কানপুরের বাসিন্দা গলদী সিদ্ধান্ত নিলেন হেঁটেই ভেরেন্দ্রর বাড়ি যাবেন। এদিকে, গলদী আসছেন শুনে ভেরেন্দ্রর বাড়ির লোকজন একটি পুরোনো মন্দিরেই তাদের বিয়ের আয়োজন শুরু করে দেন।প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কনের গায়ে ছিল লাল শাড়ি, ওড়না এবং বর পরেছিলেন সাদা শার্ট আর জিন্সের প্যান্ট। তবে তারা ২ জনেই মাস্ক পরে ছিলেন। ওই বিয়েতে এক সমাজকর্মীও উপস্থিত ছিলেন তাদের বিয়েতে।
গত ২ মাসে ভারতে লকডাউনের কারণে কয়েক হাজার বিয়ে পিছিয়ে যায়। ভারতে এখনও পর্যন্ত ১ লক্ষ ২৫ হাজারের বেশি মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। অপরদিকে মৃত্যু হয়েছে ৩ হাজার ৭২৮ জন। এর মধ্যেই অনেকেই ভিডিও কলের মাধ্যমেই বিয়ের কাজ সেরে ফেলেছেন। এদিকে, উত্তরপ্রদেশে এখনো পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে সাড়ে ৫ হাজারের বেশি মানুষ। অপরদিকে এই ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে কমপক্ষে ১৩০ জন মানুষ।