দীর্ঘ একমাস সিয়াম সাধনার পর আমাদের মাঝে এসেছে পবিত্র ঈদুল ফিতর। পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে দেশবাসিকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় সাংবাদিক কল্যাণ পরিষদের কেন্দ্রীয় কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক, আবু রাশেদ চৌধুরী।তার পরিবারের পক্ষ থেকে তিনি দেশবাসিকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। সেই সাথে তিনি দেশবাসীর কাছে আহবান জানিয়েছেন এবারের ঈদ যেন সকলে গণজামায়েত না করে যে যেখানে অবস্থান করছেন সেখানে ঈদ পালন করে।
নিজের পরিবার পরিজন নিয়ে ঈদের আনন্দকে উপভোগ করে। সেই সাথে তিনি ধনি গরীব সকল ভেদাভেদ ভুলে মানুষের মাঝে যেন ঐক্য সৃষ্টি হয় সেই আহবান জানান। তিনি সকলের সুস্বাস্থ্য কামনা করেন এবং সকলকে নিয়মিত স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান করেন পরিশেষে বলেন ঘরে থাকুন নিরাপদে থাকুন।