
নিউজ ডেস্কঃ
রংপুর ডেডিকেটেড করোনা ভাইরাস আইসোলেশন হাসপাতালে মফিজ উদ্দিন (৬৭) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। আজ রবিবার (২৪ মে) ভোর সাড়ে ছয়টার দিকে তার মৃত্যু হয়েছে। মোহাম্মদ মফিজ উদ্দিন দীর্ঘদিন ধরে ডায়াবেটিস রোগে ভুগছিলেন। তিনি রংপুর শহরের ধাপ লালকুঠি এলাকার বাসিন্দা।
হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এসএম নূরুন নবী বলেন, মোহাম্মদ মফিজ উদ্দিন করোনায় আক্রান্ত হওয়ার পর গত ১৫ মে তাকে রংপুর ডেডিকেটেড করোনা আইসোলেশন হাসপাতালে ভর্তি করা হযেঋিল়। পরে তার অবস্থার অবনতি হলে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়।সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ রবিবার সকাল সাড়ে ছয়টার দিকে তাঁর মৃত্যু হয়। মফিজ উদ্দিন দীর্ঘদিন ধরে ডায়াবেটিসেও আক্রান্ত ছিলেন বলে জানিয়েছেম চিকিৎসক।