জনপ্রিয় নিউজ পোর্টাল অজানা বাংলাদেশের উপ-বার্তা সম্পাদক ও জয়-পুতুল রাজনৈতিক দর্শন চর্চা চট্টগ্রাম মহানগরের তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক এবং জাতীয় সাংবাদিক কল্যাণ পরিষদের সদস্য জনাব আল ওমায়ের (সাকিব) দেশবাসী ও সকল সংবাদকর্মীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। তিনি আরো বলেন…ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশী। কিন্তু আগামীকাল আমরা সবাই এক ভিন্ন ঈদ দেখতে যাচ্ছি, যা আজ মধ্য প্রাচ্য সহ বিভিন্ন দেশ দেখেছে।
এবারের ঈদের চাওয়া ভালোভাবে বেচেঁ থাকা। কারণ এবার বেচেঁ থাকাটাই হলো ঈদ। করোনা বা কোভিড-১৯ এর প্রাদুর্ভাবে সারা দেশ আজ নিস্তব্ধ চারিদিকে মৃত্যু আর অসুখের খবর সেখানে চলে এলো খুশির ঈদ।জানি প্রতিবছরের মতো এবার আমরা কেউ আনন্দ করতে পারবো না ইনশাআল্লাহ আল্লাহ যদি বাচাঁয় রাখে আগামীর ঈদ ইনশাআল্লাহ আবারো আগের মতো ভালোভাবে করতে পারবো। কিন্তু সেটার জন্য আমাদের সকলকে ঘরে থাকতে হবে, নিজেকে সুস্থ রাখতে হবে দেশটিকে সুস্থ রাখতে হবে।সবাইকে ঈদের শুভেচ্ছা ও ঈদ মোবারক।