নিউজ ডেস্কঃ
চট্টগ্রামে ২৬৪ টি নমুনা পরীক্ষায় আরো ৬৫জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে চট্টগ্রাম মহানগরীর ৪৪ জন এবং উপজেলায় ২১জন। চট্টগ্রাম সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এসব তথ্য নিশ্চিত করেছেন।সিভিল সার্জন জানান, রবিবার(২৪মে) বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি)-এ ২০১টি নমুনা পরীক্ষা করা হয়।
এতে করোনা পজিটিভ শনাক্ত হয় ৩৫ জনের। এর মধ্যে চট্টগ্রাম মহানগরীর ১৬জন এবং নগরীর বাইরে উপজেলাগুলোর ১৯জন। চট্টগ্রাম মেডিক্যাল কলেজে ৩৯টি নমুনা পরীক্ষায় ৩০জনের করোনা শনাক্ত হয়। এর মধ্যে ২৮জন চট্টগ্রাম মহানগরীর এবং ২জন নগরীর বাইরের উপজেলাগুলোর।কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে ২টি নমুনা পরীক্ষায় সবগুলো নেগেটিভ পাওয়া গেছে।এদিকে চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ২২টি নমুনা পরীক্ষায় সবগুলো নেগেটিভ পাওয়া গেছে।