
নিজস্ব প্রতিবেদক। অজানা বাংলাদেশ
চট্টগ্রাম: আজ ৮ অক্টোবর সোমবার বিকেল ৩টা হতে নগরীর পশ্চিম ষোলশহরস্থ জামেয়া
আহমদিয়া সুন্নিয়া আলীয়া ময়দানে গাউসিয়া কমিটি বাংলাদেশ’র বর্তমান সময়ের প্রধান কর্মসূচি “দাওয়াতে খায়র” তৃণমূল পর্যায়ে বাস্তবায়নের মহান লক্ষ্যে দাওয়াতে খায়র কনভেনশন অনুষ্ঠিত হয়েছে। এ কনভেনশনে প্রধান মেহমান হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দিয়েছেন- দরবারে আলীয়া কাদেরীয়া সিরিকোট শরীফের সাজ্জাদানশীন, রাহনুমায়ে শরিয়ত ও তরিকত, মুর্শেদে বরহক, আউলাদে রাসূল, হযরতুল আল্লামা পীর সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ্ মুদ্দাযিল্লাহুল আলী এবং প্রধান আলোচক হিসেবে ছিলেন- শায়খুল হাদিস, আওলাদে রাসূল, সাহিবজাদা আল্লামা হাফেজ ক্বারী সৈয়্যদ মুহাম্মদ আহমদ শাহ্ মুদ্দাযিল্লাহুল আলী। এ কনভেনশনকে সার্বিকভাবে সফল করতে চুড়ান্ত প্রস্তুতি সভা গাউসিয়া কমিটি বাংলাদেশ’র কেন্দ্রীয় চেয়ারম্যান আলহাজ্ব পেয়ার মুহাম্মদ কমিশনারের সভাপতিত্বে ও মহাসচিব আলহাজ্ব শাহজাদ ইবনে দিদার’র সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে আলোচনায় অংশ নেন গাউসিয়া কমিটি’র ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মুহাম্মদ আব্দুল হামিদ, যুগ্ম মহাসচিব আলহাজ্ব এড.মোছাহেব উদ্দিন বখতিয়ার, আলহাজ্ব মুহাম্মদ মাহবুবুল হক খান, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ মাহবুব এলাহী সিকদার, চট্টগ্রাম মহানগর সাধারণ সম্পাদক আলহাজ্ব মাহবুব আলম, সহ-সাধারণ সম্পাদক আলহাজ্ব সাবের আহমদ, প্রচার সম্পাদক মুহাম্মদ এরশাদ খতিবী, চট্টগ্রাম দক্ষিণ জেলা গাউসিয়া কমিটির সহ-সভাপতি আলহাজ্ব নেজাবত আলী বাবুল, সাধারণ সম্পাদক আলহাজ্ব হাবীব উল্লাহ মাস্টার, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ আবুল মনসুর, বাকলিয়া থানা গাউসিয়া কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ আবদুল করিম সেলিম প্রমুখ। তাছাড়া আজ যুগ্ম মহাসচিব আলহাজ্ব এড.মোছাহেব উদ্দিন বখতিয়ার সাহেবের লিখিত বই দ্বীন বাঁচানোর হোসাইনী বাতিঘর সিরিকোট দরবার বইটির উদ্বোধন এর মাধ্যমে আজকের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
দাওয়াতে খায়র কনভেনশনে অসংখ্য মানুষের ঢল। ছবি:সৈয়দ মুহাম্মদ বাহাউদ্দীন