ছুঁয়ে দিলে হৃদয়
//মাহাবুব আহমেদ
ইচ্ছে করে কবিতা হয়ে যাই
অথবা হয়ে যাই উপন্যাস।
শুধু তোমার জন্য নিজেকে করি
আবার নতুন করে বিন্যাস
ইচ্ছে করে সঙ্গীত হয়ে।
তোমাকে ইঙ্গিতে বলি কিছু কথা
অথবা নিশ্চুপ রাত্রি হয়ে
বাড়িয়ে দেই আমার নীরবতা।
ইচ্ছে করে হয়ে যাই ছোট গল্প
অথবা হই শরতের বৃষ্টি
তোমার চোখে একটি জলাশয়
আনমনে করে দেই সৃষ্টি।
ইচ্ছে করে ঘুম হয়ে তোমার
কাজল চোখের পাপড়ি ছুঁয়ে দেই
কিংবা শিশিরের জল হয়ে
সকল গোপন দুঃখ ধুয়ে দেই।।