নিউজ ডেস্কঃ
চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও বেসরকারি টেলিভিশন চ্যানেল, চ্যানেল আই ব্যুরো প্রধান চৌধুরী ফরিদ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এছাড়া চট্টগ্রামের দৈনিক পূর্বকোণের দুজন, দৈনিক কর্ণফুলীর এক জন, বেসরকারি টেলিভিশন চ্যানেল সময় টিভির এক জন, দৈনিক দেশ রূপান্তর চট্টগ্রাম ব্যুরোর এক জন এবং চট্টগ্রামের আরো একজনসহ মোট ৬ জন সাংবাদিকের করোনা ভাইরাস পজিটিভ পাওয়া গেছে বলে জানা যায়। করোনা ভাইরাস পজিটিভ হিসেবে শনাক্ত সাংবাদিকরা ওই ল্যাবে নমুনা পরীক্ষা দিয়েছিলেন গত রোববার (২৪ মে)।
আজ বুধবার (২৭ মে) ভোরে চ্যানেল আইয়ের চট্টগ্রাম ব্যুরো প্রধান চৌধুরী ফরিদ তার ফেসবুক স্ট্যাটাসে উল্লেখ করেন, ‘পরম দয়ালু, অফুরন্ত রহমতের ভান্ডার মহান আল্লাহর উপর আস্তা, বিশ্বাস এবং ভরসা রেখে করোনাকে জয় করার সংগ্রাম শুরু করলাম ইনশাল্লাহ। আমার সকল শুভানুধ্যায়ীদের প্রতি বিনীত অনুরোধ, আমি এবং আমার স্ত্রী ও ৩ অবুঝ শিশু সন্তানের জন্য আপনারা হৃদয় থেকে দোয়া ও আশীর্বাদ করবেন।
একই সাথে আমার অনেক সাংবাদিক বন্ধু আজ এ রোগে আক্রান্ত, তাদের জন্যও আপনারা দোয়া-আশীর্বাদ করবেন। করোনা ভাইরাস চট্টগ্রামে আক্রান্ত হবার আগ থেকে আমি ক্লাবে এবং পেশাগত দায়িত্ব পালনে খুবই সতর্ক ছিলাম। মাক্স, পিপিই, হ্যান্ড গ্ল্যাভস সবসময় ছিল। এসব নিয়ে আমার অনেক সহযোদ্ধা সাংবাদিক বন্ধুরা কত টিপ্পনীও দিয়েছে। তারপর মহান আল্লাহর ইচ্ছা এবং হুকুম এর বাইরে নয়।’