“নিথর দুনিয়া”
?____এ কে এম, কামাল হোছাইন।
~~~~~~~~~~~~~~~~~~~~~~~
এক দিন এ আঁধার কেটে যাবে,
দুনিয়া আবার জেগে উঠবে।
আজ এই আঁধারে কত- মানুষ কত- প্রাণী
কাটাচ্ছে দিবস অনাহারে অশান্তিতে,
যেদিকে- যায় সেদিকে-
আহাজারি দুঃখ বেদনা যন্ত্রণা।
এক দিন এ বিষাদ মুছে যাবে,
এ দুনিয়া আবারও হাসবে।
দুনিয়ার বুকে আজ মানুষ কত যে অসহায়
আসেনি কোন উপকারে জ্ঞান- বিজ্ঞান,
সবাই- নিথর নিরুপায়-
চারদিকে ব্যক্তির নীরব আর্তনাদ।
এক দিন বিশুদ্ধ নিঃশ্বাস পাবে,
প্রত্যেকে সারা দুনিয়ার বুকে।
নানা ত্যাগ তিতিক্ষার অবসরে কোন এক
প্রভাতে দুনিয়ার চারিদিকে সুস্বর কন্ঠে,
উঠবে বেজে সুখের বারতা-
সর্ব দুনিয়ায় নেই কোন মহামারি।
সর্ব- হানা দ্রোহ ভেদাভেদ ভুলে,
গাইবো মোরা সাম্য’র গান।
অশ্রুঝরা কন্ঠে প্রত্যেকে মোরা খোদার কাছে
করবো ‘শুকরিয়া’ খোদার- নিয়ামতের,
শুচি হবে নতুন এ দুনিয়া-
খোদা’ই মহান অসিম মেহেরবান।
______________________________
তারিখঃ- ২৬/০৫/২০২০ ইং—
__এ কে এম, কামাল হোছাইন।
বাংলাদেশ পুলিশ সদস্য।