কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজারের সদর উপজেলার জানার ঘোনা এলাকায় অভিযান চালিয়ে ১৮ হাজার ৭ শ ২০ পিস ইয়াবা সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব পনের। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্যে ৯৩ লক্ষ ৬০ হাজার টাকা। আটককৃতরা হলেন টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের মৌলভী বাজার গ্রামের মৃত মনির আহমদের ছেলে মো: হেলাল উদ্দীন (২৫) ও হোয়াইক্যং ইউনিয়নের উনছিপ্রাং গ্রামের মো: আবদুল মোনাফেক ছেলে মো: ইউনুছ (২৮)।বৃহস্পতিবার সকালে কক্সবাজার সদর মডেল থানায় সোপর্দ করা হয়।
২৭ মে বুধবার রাতে তাদের কে আটক করেন।
কতিপয় মাদক ব্যবসায়ী কক্সবাজার সদর ঝিলংঝা ইউনিয়নের দক্ষিন জানার ঘোনা এলাকার জয়নাল মাষ্টারের বাড়ির কেয়ারকেটার জনৈক আবু বক্করের বসত ঘরের সামনে মাদক দ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয় -বিক্রয়ের উদ্দ্যোশে অবস্হান করছে । এমন সংবাদের ভিওিতে র্যাব অভিযান চালায়।আটককৃতরা দীঘদিন ধরে উখিয়া ও টেকনাফের সীমান্ত এলাকা হতে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে দেশের বিভিন্ন জায়গায় বিক্রয় করে আসছে। র্যাব পনের সহকারী পরিচালক (মিডিয়া) আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী স্বাক্ষরিত এক প্রেসনোটে এ তথ্য জানাো হয়।