কক্সবাজার প্রতিনিধি।
কক্সবাজার শহরতলীর লিংকরোড এলাকা থেকে ৯,৬৩৭ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ব্যাব-১৫। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য প্রায় ৫০ লক্ষ টাকা।আটক মাদক ব্যবসায়ী কক্সবাজার শহরের মধ্যম বাহারছড়ার বাসিন্দা মোঃ তালেবের ছেলে মোঃ আজাদ (২৫)। ২৭ মে (বুধবার) সাড়ে ১২টার দিকে এর চৌকষ কক্সবাজার সদরের ঝিলংজার ৪নং ওয়ার্ডে উত্তর মুহুরী পাড়া পূর্ব লিংকরোড রাবর ড্রামস্থ নাহিদ ট্রেডার্স গ্যাস সিলিন্ডার ডিলার দোকানের সামনে কক্সবাজার টু চট্টগ্রামগামী পাঁকা রাস্তার উপরে ক্রয়-বিক্রয়কালে তাকে ইয়াবাসহ আটক করা হয়।
র্যাবের উপস্থিতি টের পেয়ে তার সহযোগি একজন দ্রুত পালিয়ে যায়। র্যাব ১৫ এর সহকারী পরিচালক আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই মাদক ব্যবসায়িকে আটক করা হয়ে।আটককৃত ও উদ্ধারকৃত মালামাল সংক্রান্ত পরর্বতীতে আইনানুগত ব্যবস্থা গ্রহণের নিত্তিতে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। পলাতক আসামীকে আটকের চেষ্টা চলছে।