নিউজ ডেস্কঃ
ডাক্তার, পুলিশ, শিশুসহ জোয়ান বয়স্ক কোন কিছুই বাদ দিচ্ছে না এ ভাইরাসটি চট্টগ্রামে গত ২৪ ঘন্টায়, একদিনে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত শনাক্ত হয়েছে আরো ২২৯ জন। এর মধ্যে চট্টগ্রা নগরের ১৮৫ জন এবং লোহাগাড়া, সাতাকানিয়া, পটিয়া, বোয়ালখালী, রাউজান, হাটহাজারী এবং সীতাকুণ্ড উপজেলার ৪৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। চট্টগ্রামের তিনটি ও কক্সবাজারের একটি ল্যাব মিলে ৪৫৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। এপর্যন্ত চট্টগ্রামে করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে দুই হাজার ৪২৯ জন। এর মধ্যে চট্টগ্রাম মহানগরে এক হাজার ৯২৬ বিভিন্ন উপজেলায় ৫০৩ জন।বৃহস্পতিবার (২৮ মে) রাতে এসব তথ্য নিশ্চিত করেন, চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি।
তথ্য মতে, বৃহস্পতিবার (২৮ মে) চট্টগ্রাম মেডিকেল কলেজে হাসপাতালে করোনাভাইরাস (কোভিড-১৯) ২৪৫ জনের নমুনা পরীক্ষায় ১৩৯ জনের পজিটিভ রির্পোট আসে। তার মধ্যে চট্টগ্রাম মহানগরের ১৩২ জন। বাকি ৭ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। এছাড়া ফৌজদারহাটে অবস্থিত বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি)-তে ৮৪ জনের নমুনা পরীক্ষায় চট্টগ্রামের ৩৬ জনের করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্ত হয়।এছাড়াও কক্সবাজার মেডিকেল কলেজে ২২ জনের করোনাভাইরাস (কোভিড-১৯) নমুনা পরীক্ষায় ১২ জনের পজিটিভ রিপোর্ট এসেছে।
চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) ল্যাবে ১০৬ জনের করোনাভাইরাস (কোভিড-১৯) নমুনা পরীক্ষায় ৪২ জনের পজিটিভ রির্পোট এসেছে। তার মধ্যে নগরীর ১৭ জন ও বিভিন্ন উপজেলার ২৫। জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বী জানান, চট্টগ্রামে ৪টি ল্যাবে করোনাভাইরাস (কোভিড-১৯) ৪৫৭ জনের নমুনা পরীক্ষায় নতুন করে আরো ২২৯ জন করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে। এর মধ্যে চট্টগ্রাম নগরের ১৮৫ জন ও বিভিন্ন উপজেলার ৪৪ জন সবমিলিয়ে চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় ২২৯ জন।