গলাচিপা প্রতিনিধিঃ
পুটোয়াখালীর গলাচিপায় সরকারী ১৮০ঘনফুট রেইনটিধ গাছ মেসার্স পাল ̄মিল থেকে উদ্ধার করেছে বন বিভাগের কর্মকর্তারা। এ ব্যাপারে ৫ জনের বিরুদ্ধে বন বিভাগের আইনে থানায় মামলা করেছে পক্ষিয়া ফরেস্টের বিট অফিসার আবু বকর সিদ্দিক। ঐ রাতেই চরখালী গ্রাম থেকে আইয়ুব মৃধা ও নিজাম মৃধাকে আটক করেছে গলাচিপা থানা পুলিশ। মামলা সূত্রে জানা গেছে, গত ২১-মে তারিখে যে কোন সময় রাতের আধারে ম১⁄২লবারের বাজার সংলগ্ন বেড়িবাধের উপর বন বিভাগের সংরক্ষিত এলাকা থেকে ৯-১০ জনের একটি সঙ্ঘবদ্ধ দল পাচারের উদ্দেশে ̈রেইনটিধ গাছ কেটে নিয়ে যায়। উদ্ধারকৃত গাছের আনুমানিক মানিক মূল ৭০হাজার টাকা ধরোণা করা হচ্ছে।
ঘটনা আরও কিছু গাছ পাশের সাড়া পাওয়া গেছে পাওয়া কাটা গাছের সর্বমোট মূল ̈ দেড় লক্ষ টাকা ধরা হয়েছে।আসামীরা হলেন, আইয়ুব মৃধা, রিয়াজ হোসেন, জাকির খা, জহিরুল ইসলাম ও নিজাম মৃধা। এলাকার উপকার ভোগী সূত্র থেকে জানা গেছে, অপরাধীরা যে রেন্টি গাছ কেটেছে তাতে ১৫শত থেকে ১৬শত ঘন ফুট গাছ হবে। এ ব্যাপারে গলাচিপা থানার উপ-পরিদর্শক আল মামুন জানান, সরকারী গাছ কাটার অপরাধে মামলা হয়েছে এবং দুই জনকে আটক করে গলাচিপা আদালতে প্রেরন করা হয়েছে।