
কোভিড-১৯ এর কারনে ক্ষতিগ্রস্থ ব্যক্তিদের সহায়তায় লক্ষ্যে শিল্পচর্চা কেন্দ্র ও আত্ত-উন্নয়নমূলক সংগঠন পূর্বা’র উদ্যোগে “আঁধার সরিয়ে আলো আসবেই” শিরোনামে বাংলাদেশ থেকে প্রথমবারের মত আয়োজিত পূর্বা ভার্চুয়াল আন্তর্জাতিক সাংস্কৃতিক উৎসব চলছে পূর্বা’র ফেসবুক পেইজে। ২৯ থেকে ৩১ মে ২০২০ প্রতিদিন রাত ৮ থেকে ৯টা সরাসরি শুধুমাত্র পূর্বা’র ফেসবুক পেইজে অনুষ্ঠানটি সরাসরি দেখতে পারবেন। উৎসবের প্রথম দিন পূর্বা’র সভাপতি প্রকৌশলী সনাতন চক্রবর্তী বিজয়ের সঞ্চালনায় উদ্বোধনী কথামালায় শুভেচ্ছা জানান, ডেমোক্রসি ইন্টারন্যাশনালের সিনিয়র পরিচালক আমিনুল এহসান, সংশপ্তকের নির্বাহী পরিচালক লিটন চৌধুরী।
এর পর পরই উৎসবের প্রথম দিন পূর্বা’র সভাপতি প্রকৌশলী সনাতন চক্রবর্তী বিজয়ের সঞ্চালনায় উদ্বোধনী কথামালায় শুভেচ্ছা জানান, ডেমোক্রসি ইন্টারন্যাশনালের সিনিয়র পরিচালক আমিনুল এহসান, সংশপ্তকের নির্বাহী পরিচালক লিটন চৌধুরী, লাটভিয়ার সংগীত শিল্পী ডায়ানা পিরাগ, যুক্তরাজ্যের সংগীত শিল্পী জোসেফ ব্রাউন। এর পর পরই জোসেফ ব্রাউন গান দিয়ে উৎসব শুরু হয়। এর পর একে একে পরিবেশিত হয় আমেরিকার ইমানুয়েল এর বেহালাবাদনের সাথে চায়নার কায়াং এর গুজহেং বাদন, ফ্রান্সের রোভারিস এর একক সংগীত, ভারতের ঈশানী চক্রবর্তীর নৃত্য, বাংলাদেশের সংগীত শিল্পী লিপিকা তাপসীর লোকগীতি, ব্রাজিলের রড্রিগো মুনহেজ এর পারফনিমেশন,
বাংলাদেশের শুভাগত চৌধুরীর একক সংগীত, ভারতের সুরেন্দর রাওয়াল এর সেতার বাদন, বাচিকশিল্পী শিল্প্রশী তরফদার এর আবৃত্তি, বাংলাদেশের শ্রাবনী ও প্রান্তি ভর্টাচার্য্যের দলীয় নৃত্য। অস্ট্রিয়ার সোফি এবং লাটভিয়ার ডায়ানার একক সংগীতের মধ্য দিয়ে উৎসবের প্রথম দিন শেষ হয়। আগামী দুই দিন বিশ্বব্যাপী এই আয়োজনটি বিনামূল্যে যে কেউ দেখতে পারবেন, তবে কোভিড-১৯ এর কারণে ক্ষতিগ্রস্থ ব্যক্তিদের সহায়তায় এগিয়ে আসার আবেদন থাকবে সকল বাংলাদেশীর কাছে।
উত্তরা ব্যাংক লালখাঁন বাজার শাখায় পূর্বা’র ব্যাংক একাউন্ট পূর্বা যুব কেন্দ্র, একাউন্ট নাম্বার ০১৭৪১১১০০১১৯৮৯৯, পার্সোনাল বিকাশ ০১৯৪০৬৭৬২৯০ নাম্বারে, পার্সোনাল রকেট একাউন্ট ০১৮১৯৯৩৩৩৭৬৭, পারসোনাল রকেট একাউন্ট ০১৮১৯৯৩৩৩৭৬ নাম্বারে আপনার সামর্থ্য অনুযায়ী কোভিড – ১৯ এর কারনে ক্ষতিগ্রস্তদের জন্য অনুদান দিতে পারবেন। উল্লেখ্য ইতিমধ্যেই পূর্বা এক হাজার দুইশ মানুষের কাছে ৫ দিনের খাবার পৌছে দিয়েছে। এই উৎসব হতে প্রাপ্ত অনুদানসমূহ সুবিধাবি ত মানুষের জন্য খাদ্য সহায়তা প্রদানের উদ্দেশ্য ব্যয় করা হবে।