চট্টগ্রাম আইন কলেজে চার দফা দাবিতে ছাত্র ধর্মঘট
চট্টগ্রাম আইন কলেজে বাড়তি ফ্রি আদায় করার প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য ক্লাস বন্ধ করে দেওয়া হয়েছে চট্টগ্রাম আইন কলেজে দ্বিতীয় বর্ষের ভর্তির ক্ষেত্রে বাড়তি ফি আদায় করার প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন ও অবস্থান ধর্মঘট শুরু করেছে কলেজ ছাত্র-সংসদ। ৯ অক্টোবর কলেজের প্রধান ফটকে তালা মেরে কর্মসূচী শুরু করেন আইন কলেজ ছাত্র-সংসদের ভিপি মোজাম্মেল হোসেন চৌধুরী শামীম। তিনি ছাত্র-সংসদের পক্ষ থেকে চার দফা দাবি পেশ করেন। দাবিগুলো হলো- (১) অতিরিক্ত বর্ধিত ফি কমাতে হবে। (২) ছাত্র-সংসদের রুমের সংস্কার কাজ করতে হবে। (৩) লাইব্রেরীর বইবৃদ্ধি সহ সংস্কার কাজ করতে হবে। (৪) নিয়মিত ক্লাস অনুষ্ঠিত হওয়ার নিশ্চয়তা দিতে হবে।
এ সময় উপস্থিত ছিল-আইন কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি আমিনুল নিজামী রিফাত, সাংগঠনিক সম্পাদক মোস্তফা ইব্রাহীম, শেখ সাদী, ইসমাইল হোসেন শিমুল, রিফাত, মাহফুজ, রোকন, নাছির উদ্দিন, জনি, সাদ্দাম, রুবেল, সাইফুদ্দিন, রক্সি, সাদেকা, আমেনা প্রমুখ।