নিউজ ডেস্কঃ
মাগুরার মহম্মদপুরে দাখিল পরীক্ষায় মাদ্রাসা ছাত্রী ফেল করায় আইরিন (১৬) নামে এক মাদ্রাসা ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।গতকাল রবিবার (৩১ মে) রাতে উপজেলার বিনোদপুর ইউনিয়নের পারভার্টপড়া গ্রামে এ ঘটনা ঘটেছে।নিহত আইরিন বিনোদপুর ইউনিয়নের পারভার্টপড়া গ্রামের জিহাদ হোসেনের মেয়ে বিনোদপুর ইউনিয়নের স্থানীয় মেম্বার বিলায়েত হোসেন জানান, আইরিন বিনোদপুর ইউনিয়নের বানিয়াবহু দাখিল মাদ্রাসায় লেখাপড়া করত।
বানিয়াবহু দাখিল মাদ্রাসা থেকে এ বছর সে দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করে। গতকাল রবিবার ফলাফল প্রকাশ হলে দেখা যায় সে ফেল করেছে। ফলে রাতে বাড়িতে বাবা-মা না থাকার সুযোগে মনের কষ্টে আইরিন গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। মহম্মদপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারক বিশ্বাস বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে তা তদন্ত করা হচ্ছে।