ভাষানী অনুসারী পরিষদ চট্টগ্রাম জেলা শাখার সভাপতি এড. কবির চৌধুরী অদ্য ২ জুন, মঙ্গলবার, চট্টগ্রামস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজেউন)। মৃত্যু কালে তাঁর বয়স ছিল ৯২ বছর। মরহুমের ইন্তেকালে শোক প্রকাশ করে বিবৃতি প্রদান করেন ভাষানী অনুসারী পরিষদের মহাসচিব রফিকুল ইসলাম বাবলু, চট্টগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক মোজাম্মেল হক। বিবৃতিতে নেতৃবৃন্দ উল্লেখ করেন মরহুম এড. কবির চৌধুরী অত্যন্ত ত্যাগী, নির্লোভ কর্মনিষ্ট ব্যক্তি ছিলেন। তাঁর আত্মার মাগফেরাত কামনা করেন। নেতৃবৃন্দ মরহুমের শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।