মাদারীপুর প্রতিনিধিঃ
মাদারীপুরে আজ করোনায় সর্বোচ্চ ২৬ জন শনাক্ত হয়েছে। সদরে-১১, কালকিনি-৮, শিবচর-৫ ও রাজৈরে-২ জন। জেলায় মোট শনাক্ত ১৪৯।নতুন করোনা ভাইরাস শনাক্ত হওয়া ব্যক্তিরা হচ্ছে মাদারীপুর সদর উপজেলার মহিষেরচর, চরকুলপদ্দি, দুধখালী, মিঠারপুর, দূর্গাবর্দ্দী ও বোয়ালিয়া এলাকায়।কালকিনি উপজেলার শনাক্তরা হচ্ছেন সাহেবরামপুর ২, লক্ষ্মীপুর ২, মজিদবাড়ি ১ ও কালকিনি পৌর এলাকা ৩ জন হচ্ছে পাঙ্গাশিয়া ও পল্লী বিদ্যুৎ অফিস।
শিবচর উপজেলায় নতুন শনাক্ত হওয়াদের ঠিকানা হচ্ছে শিবচর থানা ২, চরজানাজাত ১, চরশ্যামাইল ১ ও শিকদারকান্দি কুতুবপুরের ১ জন। এছাড়া রাজৈর উপজেলার আমগ্রামে দুইজন নতুন করোনা ভাইরাস শনাক্ত হয়েছেন।স্বাস্থ্য বিভাগ মতে, জেলায় মোট করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্তের সংখ্যা ১৪৯ জন। এর মধ্যে সদর উপজেলায় ৩৮ জন, শিবচর উপজেলায় ৩৪ জন, রাজৈর উপজেলায় ৫২জন।