
উল্লেখ্য, গতকাল ১লা জুন সন্ধ্যা সাড়ে ৬টারদিকে কুতুপালং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় উপজেলার হ্নীলা ফুলের ডেইলের মরহুম মাষ্টার নুরুল ইসলামের প্রথম পুত্র, বাংলাদেশ ছাত্রলীগ, হ্নীলা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি হাফেজ নুর কামাল ভাইয়ের মামা- হ্নীলার প্রবীন দলিল লিখক ও বাংলাদেশ ছাত্রলীগ, টেকনাফ উপজেলা ছাত্রলীগের প্রতিষ্টাটা আহবায়ক- শেখ আহমদ মুন্সীর মৃত্যুতে আমরা হ্নীলা ইউনিয়ন ছাত্রলীগ পরিবার গভীরভাবে শোকাহত এবং মরহুমের শোক স্বন্তপ্ত পরিবারে প্রতি জানাই গভীর সমবেদন।মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে, ২মেয়ে, ভাই, আত্নীয়-স্বজন ও শুভাকাংখী রেখে গেছেন। তাঁরই মৃত্যুতে টেকনাফ হ্নীলাবাসী একজন গুণী ব্যক্তিকে মিস করবে।
আল্লাহ মরহুম কে জান্নাতুল ফেরদৌস নসিব করুক, আমিন।