নিউজ ডেস্কঃ
প্রাণঘাতী মহামারী করোনাভাইরাস বাংলাদেশে প্রথম ধরা পড়ে গত 8৮ মার্চ এরপর ধীরে ধীরে বাড়তে থাকে করোনা ভাইরাসের সংক্রমণ এখন পর্যন্ত বাংলাদেশ ৫২ হাজার ৪৪৫ জন করোনাভাইরাস আক্রান্ত হয়েছেন।এ ভাইরাস দেশে ঢোকার পর থেকে বেশিরভাগ সংক্রমণ ঢাকাতে হলেও পরবর্তীতে বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামে তা ব্যাপক ছড়িয়ে পড়ে। চট্টগ্রামে যেন নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে করোনাভাইরাস। চট্টগ্রামের পটিয়া উপজেলায় গত দুই দিনে ১০১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দশ বছরের নিচে কোন শিশুর প্রথম মৃত্যু হয়েছে চট্টগ্রামের পটিয়া উপজেলায়। এরপর থেকে প্রতিদিনই লাফিয়ে বেড়েছে চট্টগ্রামের পটিয়া উপজেলায় করোনা আক্রান্তের সংখ্যা। তবে এ উপজেলায় দুইদিনে ১৯০ জনের নমুনা পরীক্ষা করে করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে ১০১ জন।চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বী গত ১ জুন ও ২ জুনের প্রকাশিত ফলাফল থেকে এ তথ্য নিশ্চিত করেন।
গত সোমবার (১ জুন) ৯৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে পজিটিভ পাওয়া গেছে ৫২ জনের।মঙ্গলবার (২ জুন) ৯৭ জনের নমুনা পরীক্ষা করে ৪৯ জনের রিপোর্ট পজিটিভ আসে।প্রসঙ্গত, বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম শিশুর মৃত্যু হয়েছে চট্টগ্রামের পটিয়ায়। ১৩ এপ্রিল রাত আড়াইটায় চট্টগ্রামের আন্দরকিল্লা জেনারেল হাসপাতালে ছয় বছর বয়সী শিশুটি মারা যায়।