১০ অক্টোবর আলোচনা সভা অনুষ্ঠিত হয় চট্টগ্রাম এম এ স্টেডিয়ামে সংগঠনের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন রানার সভাপতিত্বে অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম আবাহনী লিমিটেডের ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুয়াইশ শেখ মুহাম্মদ সিটি কর্পোরেশন বিশ্ববিদ্যালয় কলেজ আবাহনী সমর্থক গোষ্ঠীর উদ্যোগে এক আলোচনা সভা গত ১০ অক্টোবর চট্টগ্রাম এম এ আজিজ স্টোডিয়ামে সংগঠনের সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন রানার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম আবাহনীর প্রতিষ্ঠাতা বিশিষ্ট ক্রীড়া সংগঠক লায়ন আলহাজ্ব দিদারুল আলম চৌধুরী এম.জে.এফ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা আবাহনী সমর্থক গোষ্ঠীর সভাপতি, প্রাবন্ধিক গল্পকার মোঃ সাহাব উদ্দীন হাসান বাবু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আবাহনী সমর্থক গোষ্ঠীর সাধারণ সম্পাদক আশরাফ উদ্দিন চৌধুরী ইভান। প্রধান অতিথি লায়ন দিদারুল আলম চৌধুরী বলেন, শহীদ শেখ কামাল আবাহনীর মত ক্রীড়া সংগঠন গঠন করে বাংলাদেশের ক্রীড়াঙ্গণে এক বিপ্লব ঘটিয়েছেন। আবাহনী আজ সব চেয়ে বেশি জনপ্রিয় ক্রীড়া সংগঠন হিসেবে স্বীকৃত। আবাহনীতে খেলার মাধ্যমে বিভিন্ন খেলোয়াড় আজ বিশ্ব ব্যাপী পরিচিতি লাভ করেছে। বাংলাদেশের ক্রীড়াঙ্গনও আজ বিশ্বে একটি সম্মানজনক পর্যায়ে উন্নীত হয়েছে। ক্রীড়াঙ্গণের উজ্জ্বল নক্ষত্রের নাম আবাহনী।
সৈয়দ মোঃ জিসান এর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মহানগর ও জেলা সমর্থক গোষ্ঠীর নেতা রাশেদ ইবনে ফরিদ চৌধুরী, মীর হোসেন, আলী ওসমান রাজু, তসলিম উদ্দীন, আজাদ চৌধুরী, কুয়াইশ বিশ্ববিদ্যালয় কলেজ সমর্থক গোষ্ঠীর নেতা রায়হান উদ্দিন, মোঃ আসিফ, আরিফুল ইসলাম, মোঃ রিয়াজ, শাহরিয়াত আলম সিমরান, হাসান মুরাদ, সাজ্জাদ হোসেন রাজু, আবু সাহেদ, সায়েদুল ইসলাম, তুষারুল ইসলাম, মিনহাজুল আবেদীন, বেলাল হোসেন ও তারেকুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে প্রারম্ভে পবিত্র কোরআন তিলোওয়াত করেন মোঃ আসিফ। এবং শহীদ শেখ কামালসহ আবাহনী কর্মকর্তা, সমর্থক ও যে সকল খেলোয়াড়বৃন্দ মৃত্যুবরণ করেছেন তাদের রুহের মাগফেরাত কামনা করা হয়। আলোচনা সভা শেষে আবাহনীর প্রতিষ্ঠাতা শহীদ শেখ কামালের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন লায়ন আলহাজ্ব দিদারুল আলম চৌধুরী এবং চট্টগ্রাম আবাহনীর প্রতিষ্ঠাতা দিদারুল আলম চৌধুরীর প্রতি ভালোবাসা জ্ঞাপন করেন সমর্থক গোষ্ঠীর নেতৃবৃন্দ।