রাজশাহী প্রতিনিধিঃ
রাজশাহীর চারঘাটে এক চিকিৎসকসহ রাজশাহী মেডিকেল কলেজ ল্যাবে গতকাল বুধবার সাত জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে চারঘাটের ২ জন,চাঁপাইনবাবগঞ্জের ২ জন এবং পাবনার ৩ জন। বুধবার রামেক ল্যাবে ১৬১টি নমুনা পরীক্ষা শেষে ৭ জনের করোনা শনাক্ত হয়। বুধবার বিকেলে ল্যাবটির ইনচার্জ প্রফেসর ডা. সাবেরা গুনাহার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ১৬১ টি নমুনা পরীক্ষা করা হয়। তার মধ্যে সাত টি পজিটিভ আসে। এরমধ্যে পাবনার তিন জন, চাঁপাইনবাবগঞ্জের দুজন ও রাজশাহীর চারঘাট উপজেলার দুই জন। চারঘাটের ২ জনের মধ্যে ১ জন চিকিৎসক রয়েছেন। এছাড়াও চাঁপাইনবাবগঞ্জের ১ জন মেডিকেল টেকনোলজিস্টও রয়েছেন।
এদিকে এ নিয়ে বিভাগে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১০৫৭ জন। এর মধ্যে রাজশাহীতে আক্রান্ত হয়েছে ৬৩ জন।এদিকে, গত ২৪ ঘন্টায় রাজশাহী বিভাগে ৮৮ জন করোনাভাইরাস রোগী শনাক্ত হয়েছে। যা বিভাগটিতে একদিনে সর্বোচ্চ। এনিয়ে রাজশাহী বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা হাজার ছাড়িয়েছে। বুধবার বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. গোপেন্দ্রনাথ আচার্য্য এমনটাই তথ্য প্রকাশ করেছেন। তিনি জানান, বিভাগে মোট আক্রান্ত ১০৫০ জন। এর মধ্যে মৃত্যু বরণ করেছেন ৯ জন। এছাড়া সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৫৩ রোগী। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন ২৮০ জন।
জানা যায়, রাজশাহী বিভাগে এখন পর্যন্ত সর্বোচ্চ আক্রন্ত হয়েছে বগুড়ায়। সেখানে আক্রান্তের সংখ্যা ৪৪৯ জন। পরের অবস্থানে রয়েছে বিভাগের জয়পুরহাট জেলা। সেখানে আক্রন্ত হয়েছেন ১৮৯ জন। ১৩২ জন আক্রান্ত নিয়ে তৃতীয় অবস্থানে আছেন নওগাঁ। রাজশাহী জেলায় করোনা আক্রান্ত শনাক্তের সংখ্যা ৬১ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৩ জন। জেলার হাসপাতালে ভর্তি রয়েছেন ২২ জন। মৃত্যু বরণ করেছেন ৩ জন। গত ২৪ ঘন্টায় শনাক্ত ৩ জন। বিভাগের ৮টি জেলার মধ্যে বগুড়ায় সর্বোচ্চ ৪৪৯ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এই জেলায় হাসপাতালে ভর্তি রয়েছেন ৭৩ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৩ জন। এ জেলায় এক জনের মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘন্টায় শনাক্ত ৫৭ জন। দ্বিতীয় সর্বোচ্চ ১৮৯ জন শনাক্ত হয়েছেন জয়পুরহাটে। এদের মধ্যে হাসপাতালে ভর্তি ১৬৭ জন। সুস্থ হয়েছেন ৭৮ জন। এ পর্যন্ত এই জেলায় কারও মৃত্যু হয়নি। নওগাঁয় জেলায় শনাক্ত হয়েছেন ১৩২ জন। এদের মধ্যে ৮৯ জন সুস্থ হয়েছেন। হাসপাতালে রয়েছেন ৬ জন। এ জেলায় দুই জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘন্টায় মৃত্যু এক জন।চাঁপাইনবাবগঞ্জে শনাক্ত হয়েছেন ৫৪ জন। এ জেলায় আট জন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। ইতোমধ্যে সুস্থ হয়েছেন ১৩ জন। নাটোরে আক্রান্ত হয়েছেন ৫৮ জন। এ জেলায় একজনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছেন ১১ জন। এখানে কেউ হাসপাতালে ভর্তি নেই। গত ২৪ ঘন্টায় শনাক্ত দুই জন। সিরাজগঞ্জে ৫৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এদের মধ্যে আট জন সুস্থ হয়েছেন, তিন জন হাসপাতালে।
একজনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘন্টায় শনাক্ত ১৩ ও মৃত্যু বরণ করেছেন দুই জন। পাবনায় শনাক্ত ব্যক্তির সংখ্যা ৪৯। এখানে কেউ মারা যাননি। তবে এক জন হাসপাতালে আছেন। আর সুস্থ হয়েছেন আট জন। গত ২৪ ঘন্টায় শনাক্ত ১৩ জন। স্বাস্থ্য বিভাগের হিসাবে দেখা যায়, করোনাভাইরাস ছড়িয়ে পড়া রোধে রাজশাহী বিভাগে এ পর্যন্ত হোম কোয়ারেন্টাইনে নেয়া হয়েছে ৩৮ হাজার ৬৩৬ জনকে। এদের মধ্যে কোয়ারেন্টাইন শেষ করেছেন ৩৪ হাজার ৫৮৯ জন। চিকিৎসার জন্য এপর্যন্ত ৫১২ জনকে আইসোলেশনে নেয় হয়েছে। এদের মধ্যে ছাড়পত্র পেয়েছেন ৩৩৮ জন।