নিউজ ডেস্কঃ
রাজধানীর পুরান ঢাকার লালবাগের পোস্তায় একটি বহুতল ভবনে আগুন লেগেছে। আজ বৃহস্পতিবার রাত ৯টা ৪০ মিনিটে এই আগুন লাগে।খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিটের এক ঘন্টার প্রচেষ্টায় রাত সাড়ে ১০টায় আগুন নিয়ন্ত্রণে আসে।ফায়ার সার্ভিস সদরদফতর কন্ট্রোল রুমের ডিউটি অফিসার কামরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি জানান, পোস্তার গাজী ভবনের নামের একটি সাত তলা ভবনের ৪ তলায় আগুন লাগে।ফায়ার সার্ভিসের কর্মীরা আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ করছে ক্ষয়ক্ষতির পরিমাণ পরে জানানো হবে।