নিজস্ব প্রতিবেদকঃ
চট্টগ্রামে ৩ টি ল্যাব থেকে পাওয়া তথ্য অনুযায়ী আজ ৪ জুন বৃহস্পতিবার পর্যন্ত ৪৬৪ টি নমুনা পরীক্ষায় করা হয় তার মধ্যে আরো ১৩২ জনের, শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত চট্টগ্রামে সর্বমোট করোনায় আক্রান্তের সংখ্যা ৩ হাজার ৬২৯ জন। চট্টগ্রাম সিভিল সার্জন এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত আরও ১৩২ জন আক্রান্ত হয়েছে।তার মধ্যে চট্টগ্রাম মহানগর এলাকায় ৬০ জন এবং বিভিন্ন উপজেলায় ৭২ জন।
চট্টগ্রামের বিআইটিআইডি পরীক্ষার ফলাফল অনুযায়ী ১৯২ টি নমুনা পরিক্ষায় করা হয় তার মধ্যে ৩৩ টি পজিটিভ এর মধ্যে চট্টগ্রাম মহানগরে ১৬ জন, বিভিন্ন উপজেলায় ১৭ জন।বাংলাদেশ ভেটেরিনারী ইউনিভার্সিটিতে ১৩৫ টি নমুনা পরিক্ষায় ৫৩ টি পজিটিভ আসে তার চট্টগ্রাম মহানগরে ২ জন, উপজেলায় ৫১ জন, ৫৩ জনই চট্টগ্রামের তার মধ্যে মহানগরের ২ উপজেলার ৫১ জন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ১৩৭ টি নমুনা পরীক্ষায় ৪৬ টি পজিটিভ তারা সবাই চট্টগ্রামের তার মধ্যে ৪৩ জন মহানগরে, ৪ জন উপজেলার।
কক্সবাজার মেডিকেল কলেজে চট্টগ্রামের নমুনা পরীক্ষা করা হযনি়।আক্রান্ত ১৩২ জনের মধ্যে ৬০ চট্টগ্রাম মহানগরের, ৭২ বিভিন্ন উপজেলার।যেসব উপজেলায় করোনায় আক্রান্ত হয়েছে। পটিয়া উপজেলায় ১১ জন, বাঁশখালী উপজেলায় নেই, হাটহাজারী উপজেলায় ২১ জন, সীতাকুণ্ড উপজেলায় ৩ জন, ফটিকছড়ি উপজেলায় নেই, মিরেশ্বরাই উপজেলায় নেই, রাউজান উপজেলায় নেই, লোহাগাড়া উপজেলায় নেই, রাঙ্গুনিয়া উপজেলায় নেই, সাতকানিয়া উপজেলায় ১ জন, আনোয়ারা উপজেলায় ১ জন, চন্দনাইশ উপজেলায় ২২ জন, বোয়ালখালী উপজেলায় ৬ জন। সন্দ্বীপ উপজেলায় ৭ জন, এই ৭২ জন আক্রান্ত হয়েছেন উপজেলা ভিত্তিক।