পেকুয়া প্রতিনিধিঃ
কক্সবাজারের পেকুয়া উপজেলার আলহাজ্ব কবির আহমদ চৌধুরী বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একটি মুরগীর দোকান পুড়ে ছাই। খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসের কর্মীরা ও স্থানীয়রা মিলে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগে আজগর আলী নামের এক ব্যক্তির মুরগীর দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। বাজারের ব্যবসায়ীরা জানায়, এদিন রাতে আজগর আলীর মুরগীর দোকান থেকে বিদ্যুতের শট সার্কিট থেকে আগুনের সুত্রপাত ঘটে। দোকানে ব্যবসায়ী ছিলেন না। প্রতিদিনের মত দোকান বন্ধ করে বাড়িতে চলে যায় ব্যবসায়ী আজগর বলেন। দ্রুত পেকুয়ার দমকল বাহিনীর সদস্যরা আগুন নিয়ন্ত্রন না আনলে বড় ধরনের ক্ষয় ক্ষতি হয়ে যেত বলে জানান। ক্ষয় ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।