ছাতক প্রতিনিধি::
ছাতকে করোনায় আক্রান্ত হয়ে এক মুক্তিযোদ্ধার মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে সিলেটের একটি ক্লিনিকে মৃত্যুবরণ করেন মুক্তিযোদ্ধা হাজী পিয়ারা মিয়া। তিনি ছাতক পৌরসভার বাগবাড়ী মহল্লার মৃত হরমুজ আলীর পুত্র। শুক্রবার রাতে তার করোনা পজেটিভ শনাক্ত হলে তাকে সিলেটের একটি ক্লিনিকে ভর্তি করা হয়। রাতেই তিনি মৃত্যুবরণ করেন। ৪ জুন নতুন করে ছাতকের ১২ জনের করোনা পজেটিভ শনাক্ত হলে এর মধ্যে মুক্তিযোদ্ধা হাজী পিয়ারা মিয়াও ছিলেন। এ নিয়ে ছাতকে করোনায় আক্রান্ত হয়েছেন ৫২ জন। আর দু’জনের মৃত্যু হয়েছে।