
নিউজ ডেস্কঃ
রাজশাহী বিভাগে আরও ৮৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু বরণ করেছে আরও ৩ জন। এ নিয়ে বিভাগে আক্রান্ত হয়েছে এক হাজার ২৮৭ জন। সব মিলিয়ে বিভাগে করোনাভাইরাসে মৃত্যু হয়েছে ১৪ জনের।আজ শনিবার (৬ জুন) দুপুরে স্বাস্থ্য দফতরের রাজশাহী বিভাগের পরিচালক ডা. গোপেন্দ্র নাথ আচার্য্য এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় রাজশাহী বিভাগে ৮৩ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ ৫২ জনের করোনা ধরা পড়েছে বগুড়ায়।
এছাড়া পাবনায় ১৯ জন, সিরাজগঞ্জে ৬ জন, রাজশাহীতে ৩ জন ও নাটোরে ৩ জনের করোনা শনাক্ত হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ ও জয়পুরহাটে নতুন করে করোনা শনাক্ত পাওয়া যয়নি।ডা. গোপেন্দ্র নাথ আচার্য্য জানান, করোনায় আরও যে ৩ জন মারা গেছেন তাদের ২ জন পাবনা এবং অন্যজন বগুড়া জেলার বাসিন্দা। আর করোনা জয় করেছেন বগুড়ার ৩ জন। করোনা নিয়ে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন বগুড়ায় নয় জন, পাবনায় ২ জন এবং জয়পুরহাটে ১ জন।
তিনি আরও বলেন, এ পর্যন্ত বিভাগে যে এক হাজার ২৮৭ জনের করোনা শনাক্ত হয়েছে তাদের মধ্যে ৫৬৯ জন বগুড়া জেলার বাসিন্দা। এছাড়াও জয়পুরহাটে ২০৫ জন, নওগাঁয় ১৪৬ জন, সিরাজগঞ্জে ১০০ জন, রাজশাহীতে ৭৫ জন, পাবনায় ৭২ জন, নাটোরে ৬৪ জন এবং চাঁপাইনবাবগঞ্জে ৫৬ জনের করোনা ধরা পড়েছে।করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজশাহী বিভাগে এ পর্যন্ত ১৪ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে বগুড়ায় ৪ জন, রাজশাহীতে ৩ জন, নওগাঁয় ২ জন, সিরাজগঞ্জে ২ জন, পাবনায় ২ জন এবং নাটোরে ১ জন।
বিভাগে এ পর্যন্ত করোনা জয় করেছেন ২৮০ জন। এর মধ্যে সর্বোচ্চ ৯১ জন নওগাঁ জেলার বাসিন্দা। এছাড়া জয়পুরহাটে ৮০ জন, বগুড়ায় ৫০ জন, সিরাজগঞ্জে ১৪ জন, রাজশাহীতে ১৩ জন, চাঁপাইনবাবগঞ্জে ১৩ জন, নাটোরে ১১ জন এবং পাবনায় ৮ জন। করোনা জয় করেছেন।করোনা নিয়ে এ পর্যন্ত হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ৩০১ জন। এর মধ্যে সর্বোচ্চ ১৮১ জন জয়পুরহাট জেলার বাসিন্দা। এছাড়া বগুড়ায় ৯৭ জন, রাজশাহীতে ২২ জন, চাঁপাইনবাবগঞ্জে ৮ জন, নওগাঁয় ৭ জন, সিরাজগঞ্জে ৩ জন এবং পাবনায় ৩ জন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।