নেই কোন কোলাহল”
?____এ কে এম, কামাল হোছাইন।
চারদিকে নিস্তব্ধ নেই’তো কোন কোলাহল
কোথায় আজ বাহাদুরি অহংকার,
নিমিষেই শেষ তোমার লোভ- রিষ
যেদিকে যায় মানবের নিরব- আর্তনাদ।
কোথায় গেলো তোমার অনিয়ম অবিধি
সুদ-ঘোষ কেলেঙ্কারি সবই তো বন্ধ,
চারদিকে চুপ-চাপ সবই তো অচল
আসেনি উপকারে যতসব জ্ঞান-বিজ্ঞান।
কোথায় আজ আড্ডাবাজি ছিলো কত-
হানা অন্যায় অত্যাচার দখলবাজ,
করেছ কত জগতের বুকে অনিয়ম
কিছু তো আসেনি উপকারে এই দুর্দিনে।
কোথায় গেল জগতের বুকে মহা-ক্ষমতা
ছিলো কত নানান উৎস কোলাহল,
দেখিয়েছ কত অর্থ ও শক্তির দাপট
ভেবেছ কি কখনো সবই তো প্রভুর দান।
কোথায় আজ গাড়ি বাড়ি রাজ- প্রসাদ
কে দেবে নেতৃত্ব, কে হবে সবার সেরা,
সবই তো নিথর নেই কোন কোলাহল
চারদিকে মৃত্যুপুরী আর নিরব আর্তনাদ।
এখন’ই সময় অতীতের সকল অনিয়ম
ভেদাভেদ ভুলে কাঁধে-কাঁধ মিলিয়ে,
সকলের শান্তির পক্ষে দু’হাত তুলে
খোদার কাছে করি মোরা ক্ষমা- প্রার্থনা।