নিউজ ডেস্কঃ
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ও বান্দরবানের সংসদ সদস্য বীর বাহাদুর উশৈসিং করোনা ভাইরাসে কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন। আজ শনিবার রাতে কক্সবাজার মেডিকেল কলেজের একটি ল্যাব থেকে প্রকাশিত তালিকা থেকে এসব তথ্য জানা গেছে। এই প্রথম কোনও মন্ত্রীর শরীরে করোনাভাইরাস ধরা পড়েছে বাংলাদেশে।
বান্দরবান জেলা সিভিল সার্জন ডা. অংসুই প্রু মারমা এই তথ্য নিশ্চিত করেছেন। মন্ত্রী ছাড়া আরও ৮ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে জেলায়। গত বৃহস্পপতিবার ৪ জুন নমুনা জমা দেওয়ার পর আজ শনিবার ৬ জুন তা পজেটিভ আসে রিপোর্ট বীর বাহাদুরের। তবে মন্ত্রী শারিরীক ও মানসিকভাবে সুস্থ রয়েছেন বলে জানিয়েছেন সিভিল সার্জন।এদিকে মন্ত্রীর এপিএস সাদেক হোসেন চৌধুরী জানিয়েছেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিংকে কাল রবিবার (৭ জুন) সকাল ১০ টায় সেনাবাহিনীর হেলিকপ্টারে করে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হবে উন্নত চিকিৎসার জন্য।
সিভিল সার্জন কার্যালয় সূত্র জানা যায়, বান্দরবান জেলায় নতুন করে আরও ৯ জন করোনাভাইরাস পজিটিভ শনাক্ত হয়েছে। এঁরা হলেন জেলা সদরের ফায়ার সার্ভিস এলাকার বাসিন্দা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ও ছয়বারের নির্বাচিত সংসদ সদস্য বীর বাহাদুর উশৈসিং, হাফেজঘোনা এলাকার বাসিন্দা কৃষি ব্যাংকের ম্যানেজারের ও তার পরিবারের ৩ জন, পার্বত্য জেলা পরিষদের কর্মচারী গোরস্তান মসজিদ এলাকার বাসিন্দা এবং রুমা উপজেলার ৩ জন ও নাইক্ষ্যংছড়ি উপজেলার ১ জন। এ নিয়ে জেলায় করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যাটা বেড়ে দাঁড়াল ৪৬ জনে।
সদর হাসপাতালে চিকিৎসাধীন শনাক্ত রোগী রয়েছে ৬ জন। উপসর্গ থাকা নমুনা সংগ্রহ করা রোগী আছে ৪ জন। সুস্থ হয়েছে ১৪ জন করোনা রোগী।বান্দরবান সদর হাসপাতালের করোনা ইউনিটের প্রধান ডা. প্রত্যুষ পাল বলেন, সদরে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীসহ ৫ জন, রুমায় ৩ জন ও নাইক্ষ্যংছড়িতে ১ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। শনাক্ত রোগীদের মধ্যে চার ধরনের ক্যাটাগরি রয়েছে। ক্রিটিক্যাল রোগীরা ছাড়া অন্যরা বাসায় চিকিৎসাসেবা নিতে পারে। মন্ত্রী নিজ বাসাতেই আছেন বলে জানা যায়।