অসহায় সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে বস্ত্র বিতরণ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শারদীয় দুর্গা পূজা উপলক্ষ্যে “নিবেদিত প্রাণ”র উদ্যোগে
আসন্ন দুর্গা পূজাকে সামনে রেখে মানবতার খাতিরে এগিয়ে আসছেন নিবেদিতপ্রাণ অসহায়, দুঃস্থ ও সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে বস্ত্র বিতরণ
আসন্ন শারদীয় দুর্গা পূজা উপলক্ষ্যে সামাজিক সংগঠন “নিবেদিত প্রাণ” এর উদ্যোগে অদ্য ১২ অক্টোবর শুক্রবার বিকাল ৩ ঘটিকায় নগরীর এনায়েত বাজার গোয়ালপাড়া এলাকার “বর্ণের ইশকুলে” অসহায়, দুঃস্থ ও সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোতোয়ালী থানা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি বাবু লিটন কুমার শীল। “বর্ণের ইশকুলে”র প্রতিষ্ঠাতা শরীফুল ইসলাম শরীফের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা সৈকত পালিত, ডা. শুভাশীষ দাশ, সংগঠনের সিনিয়র সহ সভাপতি শ্যামল ঘোষ, সংগঠনের উপদেষ্টা ইঞ্জিনিয়ার সঞ্জয় মিত্র।
অনুষ্ঠানে বক্তারা বলেন, একটু ভালো চিন্তা-চেতনা ও চেষ্টাই আমাদের সমাজে বৈপ্লবিক পরিবর্তন এনে দিতে পারে। যদি প্রতিটি স্বচ্ছল পরিবার ১টি অসহায় শিশুর দায়িত্ব নিতো তাহলে সুবিধাবঞ্চিত শিশু শব্দটিই জাদুঘরে প্রবেশ করতো। সমাজের অসহায় শিশুদের পাশে দাঁড়ানো আমাদের সামর্থ্যবান সকল মানুষের নৈতিক দায়িত্ব। পূজা হোক ধনী গরীব সহ সমাজের প্রত্যেক মানুষের আনন্দ আর মিলনের মহোৎসব। সকলে ভেদাভেদ ভুলে সুন্দর সমাজ বিনির্মানে যাতে ভূমিকা রাখতে পারি সেজন্য আমাদের সবাইকে এক হয়ে কাজ করতে হবে।