নিউজ ডেস্কঃ
চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আবু সুফিয়ানের দেহে করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়েছে। একইসঙ্গে তার স্ত্রী, ছেলে ও গাড়িচালকও আক্রান্ত হয়েছেন।
গতকাল শনিবার রাতের নমুনা পরীক্ষার প্রতিবেদনে তাদের ৪ জনের করোনাভাইরাস সংক্রমণ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি নেতা আবু সুফিয়ান নিজেই।
তিনি বলেন, ঈদের দিন রাতে তার জ্বর এসেছিল।
পরে তার স্ত্রী, ছেলে এবং গাড়ি চালকের জ্বর আসে। পরবর্তীতে গত ২ জুন তারা পরীক্ষার জন্য নমুনা দেন। শনিবার রাতে দেওয়া প্রতিবেদন পান তারা।সুফিয়ান বলেন, “আমরা ভাল আছি, সকলেই বাসায় আইসোলেশনে আছি।”চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক সুফিয়ান চট্টগ্রাম মহানগর বিএনপির জ্যেষ্ঠ সহ-সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন।