কাপ্তাই প্রতিনিধিঃ
রাঙ্গামাটি কাপ্তাইয়ের শন্তু লারমার নেতৃত্বধীন জেএসএস’র এর কালেক্টর পদ্মকুমার চাকমা (৪০) প্রতিপক্ষের গুলিতে নিহত হওয়ার খবর পাওয়া গিয়েছে। সোমবার (৮ই জুন) সকালে ওয়াগ্গা ইউনিয়নের পাগলি পাড়ার একটি চায়ের দোকানে ৩’জন সশস্ত্র তাকে গুলি করে হত্যা নিশ্চিত করে পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ।কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জুনায়েদ কাউসার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের বাড়ি রাঙ্গামাটি সদরে।
সকালে ওয়াগ্গার পাগলি পাড়ার একটি চায়ের দোকানের চা পান করা সময় ৩’জন সশস্ত্র সন্ত্রাসী তাকে গুলি করে হত্যা করে। নিহতের স্ত্রী জানান, তিনি জেএসএস কর্মী হিসেবে কাজ করেন।কাপ্তাই থানা অফিসার ইনচার্জ মো:নাসির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,কাপ্তাই-রাঙ্গামাটি সড়ক থেকে গুলিবৃদ্ধ অবস্থায় তার মরদেহ উদ্ধার করি।এদিকে জেএসএস একটি দায়িত্বশীল সুত্র জানিয়েছে, তাদের দলের কালেক্টর ত্রিমেক চাকমাকে হত্যা করেছে প্রতিপক্ষ জেএসএস’র সংস্কারপর্ন্ধীরা। সংস্কারপন্ধীরা জেএসএস’র কয়েকজন নেতার সঙ্গে যোগাযোগ করার চেষ্টার করেও তাদের সংযোগ পাওয়া সম্ভব হয়নি।