
জাতীয় পার্টি কেন্দ্রীয় নেতা ও চট্টগ্রাম মহানগর সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জননেতা শ্রী তপন চক্রবর্ত্তী বলেছেন স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের সাবেক সফল রাষ্ট্রপতি পল্লীবন্ধু এরশাদ। জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা পল্লীবন্ধু এরশাদ ও বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদের সন্তান সাদ এরশাদ এম.পি’র বাসভবন পল্লী নিবাসে যারা হামলা করেছে তারা লক্ষ লক্ষ এরশাদ প্রেমীদের অনুভুতিতে আঘাত করেছে। এই হামলায় জড়িতদের কোন ক্ষমা নেই। তিনি হামলার দীর্ঘ ১ সপ্তাহেও দলের চেয়ারম্যানের নির্লিপ্ততায় বিস্ময় প্রকাশ করে বলেন আজ পল্লী নিবাসে যারা হামলা করেছে তাদের বিচার না হলে আগামীতে দলের চেয়ারম্যানের উপরও হামলা করতে তারা পিছপা হবে না।
তিনি অবিলম্বে এই ন্যাক্কারজনক ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহণ করতে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে জোর দাবী জানান। তিনি আজ ৯ জুন সকাল ১১ টায় চট্টগ্রাম মহানগর জাতীয় পার্টির উদ্যোগে দলের যুগ্ম মহাসচিব রাহগীর আলমাহে সাদ এরশাদ এম.পির উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে চট্টগ্রাম মহানগর জাতীয় পার্টি আয়োজিত এক প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। নগর সাংস্কৃতিক পার্টির কার্যালয়ে নগর জাপা সহ-সভাপতি কামরুজ্জামান পল্টুর সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক নিজাম উদ্দীন জ্যাকির পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন নগর জাপা সহ-সভাপতি আনিসুল ইসলাম চৌধুরী, ওসমান খান, কামাল উদ্দিন আহমেদ, সোবহান মির্জা,
সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রেজা। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নগর শ্রমিক পার্টির সভাপতি জসিম উদ্দীন, সাধারণ সম্পাদক দিল মোহাম্মদ দিলু, নগর সাংস্কৃতিক পার্টির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন স্বপন, সাংগঠনিক সম্পাদক হাজী আলী আকবর, নগর স্বেচ্ছাসেবক পার্টির যুগ্ম আহ্বায়ক এম. আজগর আলী, তরুণ পার্টির কেন্দ্রীয় সদস্য সেলিম রেজা, নগর মুক্তিযোদ্ধা প্রজন্ম পার্টির সদস্য সচিব জামাল উদ্দীন কান্টু, পল্লীবন্ধু ছাত্র পরিষদ সভাপতি মোঃ ফয়সাল, নগর ছাত্র সমাজ নেতা আবু হাসান প্রমুখ।