গাউসিয়া কমিটি বাকলিয়া থানা স্বেচ্ছাসেবী টিমের উদ্যেগে আজ ৯ জুন বাদে আসর পূর্ব বাকলিয়াস্থ আব্দুস সোবাহানের বাড়ী (পূর্ব বাকলিয়া সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ের পার্শ্বে) নিবাসী মুহাম্মদ মুছা করোনা উপসর্গ নিয়ে ইন্তেকাল করলে গাউসিয়া কমিটি স্বেচ্ছাসেবী টিম দাফন-কাফন ও জানাজা সম্পন্ন করে। মুহাম্মদ জাকারিয়া জাকির, হুসাইন, রাজুক, মিসবাহ উদ্দিন বাপ্পী, সুজন ও শাকিল লাশ গোসল ও কাফন-দাফনে অংশ নেয়। জানাজার ইমামতি করেন বাকলিয়া থানা গাউসিয়া কমিটির দাওয়াতে খায়র সম্পাদক মাওলানা সোহাইল উদ্দিন আনসারী।