মাদারীপুর প্রতিনিধিঃ
মাদারীপুরের রাজৈর উপজেলার বদরপাশা ইউনিয়নের সরকারি কে.জে.এস.ইনস্টিটিউট মাঠে স্থাপন করা হয়েছে সম্প্রীতির বাজার। এই বাজারের আয়োজন করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর ৯ পদাতিক ডিভিশন ৬০ইষ্ট বেঙ্গল রেজিমেন্ট ও রাজৈর উপজেলা প্রশাসন।এই বাজারে উপস্থিত ছিলেন মাদারীপুরের জেলা প্রশাসক,রাজৈর উপজেলার নির্বাহী কর্মকর্তা ও বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা। এছাড়া উপস্থিত ছিলেন রাজৈর উপজেলার গন্যমান্য ব্যক্তি বর্গ ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।
বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তা বলেন,আমরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী বাংলাদেশের সকল স্থানে অসহায় মানুষের জন্য বাজার দিয়ে থাকি।যাতে দেশের সকল মানুষের কষ্ট দূর করা যায়।মানুষের মাঝে আমরা খাদ্য পৌঁছানোর মাধ্যমে তাদের মুখে হাসি ফুটাতে পারি।দেশের সকল মানুষকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য আহ্বান করছি।আমরা সচেতন হলেই সচেতন হবে দেশ।তাহলেই দেশের এই ভয়াবহ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, এই সম্প্রীতির বাজার অসহায় মানুষের কষ্ট দূর করতে সহায়তা করবে।দেশের এই পরিস্থিতিতে সকলকে মানুষকে সচেতন হতে হবে। স্বাস্থ্যবিধি মেনে চলাচল করতে হবে।আমরা সচেতন হলেই দেশের পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে।সম্প্রীতির এই বাজারে যেসব পন্য পাওয়া যায়, চাল,ডাল,চিনি,সেমাইও মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিস।