রাঙ্গামাটি কাপ্তাই:
রাঙ্গামাটি জেলার কাপ্তাই উপজেলা বড়ুই ছড়ি হাট বাজার এলাকা সামাজিক দুরুত্ব মেনে চলার কেনাকাটা করতে প্রচারণার চালিয়েছেন বাজার কমিটি এবং যুব রেড ক্রিসেন্ট কাপ্তাই উপজেলা ইউনিটের সদস্যরা।আজ বুধবার (১০ জুন) বড়ুইছড়ি সাপ্তাহিক বাজারে সকালের বাজার কমিটি তত্ত্বাবধানে এই প্রচারণার চালানো হয়।এই সময় সাপ্তাহিক বাজারে করোনা ভাইরাস সংক্রমণরোধে মানুষের সুশৃঙ্খলা, নিরাপদ দুরুত্ব এবং মুখে মাস্ক পরে বাজারে আসা এবং বাজার করার জন্য বাজার কমিটি পক্ষ থেকে সচেতনমূলক প্রচারণা করা হয়।এসময় বাজার চৌধুরী কমিটি’র প্রতিনিধি মোহাম্মদ রিয়াজুল আলম রনি এবং যুব রেড ক্রিসেন্ট কাপ্তাই উপজেলা ইউনিট দলনেতা ওসমান গনি এই কার্যক্রম পরিচালনা করেন।